![জাবিতে চাঁদাবাজির অভিযোগে ছাত্রদল নেতাকে অব্যাহতি](https://www.newspostbd.com/wp-content/uploads/2025/02/85-3.jpg)
বন্যা আক্তার:
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বটতলা এলাকায় ভ্রাম্যমাণ দোকানদারদের কাছ থেকে চাঁদা দাবির ঘটনায় অভিযুক্ত বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সদস্য গোলাম রাব্বানী অর্ণবকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
সোমবার (১০ ফেব্রুয়ারি) রাতে কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার সদস্য গোলাম রাব্বানী অর্ণবকে সংগঠন থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন। একইসঙ্গে ছাত্রদলের নেতাকর্মীদের গোলাম রাব্বানী অর্ণবের সঙ্গে কোনো সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।