জাবি প্রতিনিধি:
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) পুকুরে গোসল করতে নেমে পার্শ্ববর্তী ইসলামনগর এলাকার দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ বুধবার (২১ জুন) বিকেল তিনটার দিকে বিশ্ববিদ্যালয় ক্লাব সংলগ্ন পুকুরে এ ঘটনা ঘটে। নিহতরা হলো- মো. রায়হান (১০) ও মারুফ হোসেন (৮)।
জানা যায়, মৃত দুই শিশুর একজন বিশ্ববিদ্যালয়ের বিদ্যুৎ অফিসের কর্মচারী জাকির হোসেনের ছেলে মো. রায়হান (১০)। সে জাবি স্কুল অ্যান্ড কলেজের দ্বিতীয় শ্রেণির ছাত্র। অপর শিশু ইসলামনগর এলাকার বাসিন্দা বিল¬াল হোসেনের ছেলে মারুফ হোসেন (৮)। সে ইসলামনগর মডেল একাডেমির প্রথম শ্রেণির ছাত্র।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান নিরাপত্তা কর্মকর্তা সুদীপ্ত শাহীন বলেন, কেউ একজন ৯৯৯ নম্বরে কল করে শিশু দুইটি ডুবে যাওয়ার খবর জানান। এসময় তারা ফায়ার সার্ভিসের সহযোগিতা চান। পরে ফায়ার সার্ভিস এসে লাশ দুটি উদ্ধার করে। সেখানে অনেক মানুষজন উপস্থিত ছিল, কিন্তু তাদের কেউই উদ্ধার কাজে এগিয়ে আসেনি।
নিহত দুই শিশু ঘটনাস্থলেই মারা গেছে বলে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রের উপ-প্রধান মেডিক্যাল অফিসার ডা. রিজওয়ানুর রহমান।
তিনি বলেন, দুই শিশুই ঘটনাস্থলে মারা গেছে। তবু আমরা তাদের সাভারের গণস্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যেতে বলেছি। কিন্তু তাদের অভিভাবকরা সেখানে না নিয়ে বাসায় নিয়ে গেছে।