জামালপুরে চেয়ারম্যান প্রার্থীর প্রচারকেন্দ্রে হামলা-ভাঙচুর

প্রকাশিত: ৬:২৬ অপরাহ্ণ, মে ২, ২০২৪

জেলা প্রতিনিধি,জামালপুরঃ 

জামালপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে কাপ-পিরিচ প্রতীকের প্রার্থীর নির্বাচনী প্রচারকেন্দ্রে হামলা, ভাঙচুর, ব্যবসাপ্রতিষ্ঠান ও বাড়িঘরে হামলার অভিযোগ উঠেছে মোটরসাইকেল প্রতীকের চেয়ারম্যান প্রার্থী বিজন কুমার চন্দের কর্মী-সমর্থকদের বিরুদ্ধে।বুধবার (১ মে) রাত সাড়ে ৯টার দিকে দিগপাইত ইউনিয়নের হবদেশ আদমের মোড়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।

জানা গেছে, বুধবার রাতে কাপ-পিরিচ প্রতীকের চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট হাফিজুর রহমান স্বপনের সমর্থকরা নির্বাচনী প্রচারকেন্দ্রে বসেছিলেন। এ সময় মোটরসাইকেল নিয়ে প্রতিপক্ষ মোটরসাইকেল প্রতীকের কর্মী-সমর্থকরা সেই কেন্দ্রে অতর্কিত হামলা চালায় ও ভাঙচুর করে।

আহত হুয়ামুন কবির বলেন, বুধবার রাতে কাপ-পিরিচ প্রতীকের নির্বাচনী প্রচারকেন্দ্রে বসেছিলাম। এ সময় মোটরসাইকেল প্রতীকের সমর্থকরা বেশ কয়েকটি মোটরসাইকেল নিয়ে এসে গালিগালাজ শুরু করেন। একপর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে তারা আমাদের ওপর হামলা করে। আমরা দৌড়ে পালিয়ে গেলে তারা আমাদের নির্বাচনী প্রচারকেন্দ্র ও আসবাবপত্র, টিভি ও শব্দযন্ত্র ভাঙচুর করেন। এ সময় তারা বিভিন্নভাবে আমাদের হুমকি-ধামকি দেয়। এ নিয়ে এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

কাপ-পিরিচ প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট হাফিজুর রহমান স্বপন বলেন, পরিকল্পিতভাবে তারা আমার দুইটি প্রচারকেন্দ্র, আমার সমর্থকের ব্যবসাপ্রতিষ্ঠান ও বাড়িঘরে হামলা করে ভাঙচুর করেছে। এভাবে ভয়ভীতি দেখিয়ে কর্মী-সমর্থকদের মাঠ থেকে উঠিয়ে দিয়ে এবং আধিপত্য বিস্তার করে জয়লাভ করতে চায় তারা।

তিনি এ হামলার ঘটনার তীব্র নিন্দ্রা ও প্রতিবাদ জানান এবং দোষীদের শাস্তির দাবি জানান।তবে অভিযোগ অস্বীকার করে মোটরসাইকেল প্রতীকের প্রার্থী বাবু বিজন কুমার চন্দ বলেন, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য কাপ-পিরিচের কর্মী-সমর্থকরা রাতে একটি গোলযোগ তৈরি করে আমার কর্মী-সমর্থকদের বিরুদ্ধে একটি অভিযোগ দাঁড় করিয়েছে।এ বিষয়ে জামালপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহব্বত কবির বলেন, নির্বাচনী প্রচারকেন্দ্রে হামলা ও ভাঙচুরের ঘটনা শুনেছি। এ ঘটনায় একটি লিখিত অভিযোগও পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।