জামালপুর প্রতিনিধি:
জমি নিয়ে বিরোধের জের ধরে জামালপুর জেলার ইসলামপুরে সাদেক আলী (৭০) নামে এক মুক্তিযোদ্ধাকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। আজ শনিবার (১ জুলাই) বিকেলে ইসলামপুর উপজেলার রৌহার কান্দা গ্রামে এ ঘটনা ঘটে।
পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার ঢেংগারঘর গ্রামের জামে মসজিদের ইমাম মুক্তিযোদ্ধা সাদেক আলীর বাড়ির বৃষ্টির পানি বেরিয়ে যায় প্রতিবেশীর জমির ওপর দিয়ে। বৃষ্টির পানি বেরিয়ে যাওয়ার ঘটনা নিয়ে প্রতিবেশী দুখু মিয়া, আরিফ মিয়া, লাজু, হযরত আলী, বাচ্চু, তোতা, সাইফুল ও ধলার সঙ্গে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে অভিযুক্তরা মুক্তিযোদ্ধা সাদেক আলীকে উপর্যুপরি কিল ঘুষি মারে। আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। ঘটনার পরই অভিযুক্তরা গা ঢাকা দিয়েছে।
ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ গোলাপ ফুল, নার্গিস ও ফুলে বেগম নামে তিন নারীকে আটক করেছে।
ইসলামপুর থানার ওসি মাজেদুর রহমান জানান, জমি নিয়ে বিরোধের জেরে মুক্তিযোদ্ধাকে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে, দ্রুত আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।