জিয়া মঞ্চ থেকে সেই নেতা বহিষ্কার

প্রকাশিত: ১১:৫৫ পূর্বাহ্ণ, এপ্রিল ২২, ২০২৫

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর হাতিয়া উপজেলার হরণী ইউনিয়ন জিয়া মঞ্চের সভাপতি পদ থেকে জামসেদুল ইসলাম টুটুলকে বহিষ্কার করা হয়েছে। তিনি একই ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ছিলেন। বিষয়টি নিয়ে রোববার সমকাল অনলাইন ও সোমবার ছাপা সংস্করণে সংবাদ প্রকাশিত হয়।

হাতিয়ার জিয়া মঞ্চ সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, অনলাইনে সংবাদ দেখে রোববার বিকেলেই টুটুলকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়। সংগঠনের কেন্দ্রীয় কমিটির জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. জামাল হোসেনের সই করা বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। সোমবার সকালে বিষয়টি জানাজানি হয়েছে।

বিজ্ঞপ্তিতে ভিন্ন রাজনৈতিক সংগঠনের সদস্য পদের তথ্য গোপন করায় টুটুলকে বহিষ্কার করা হয়েছে বলে জানানো হয়। বিষয়টি সোমবার নিশ্চিত করেছেন জামশেদুল ইসলাম টুটুলও। রোববার তিনি দাবি করেছিলেন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের পদ দেওয়ার সময় তাঁর সম্মতি নেওয়া হয়নি। তাই লিখিতভাবে পদ প্রত্যাখ্যান করেছিলেন।