বিনোদন ডেস্ক:
এক রাত জেলে কাটাতে হয়েছে দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুনকে। ইতোমধ্যেই সবাই জানেন সে খবর। ‘পুষ্পা টু’র হায়দরাবাদ প্রিমিয়ারে ভিড়ের চাপে পদপৃষ্ট হয়ে মৃত্যু হয়েছিল এক মহিলার। আর সেই ঘটনাতেই গ্রেপ্তার করা হয়েছিল আল্লু অর্জুনকে।
গ্রেপ্তারের পর শুক্রবার তাকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছিল তেলঙ্গানার নিম্ন আদালত।পরে হাইকোর্ট তার অন্তর্র্বতী জামিন মঞ্জুর করে।
কিন্তু আইনি প্রক্রিয়া সম্পন্ন না হওয়ায় রাতে জেল থেকে ছাড়া হয়নি অভিনেতাকে। রাখা হয়েছিল হায়দরাবাদের চঞ্চলগুড়া জেলে। কিন্তু জেলে কেমন করে রাত কাটালেন এই তারকা? কী করেছিলেন, কী খেয়েছিলেন সেই রাতে? এবার প্রকাশ্যে এল সেই সকল তথ্য।
এবিপি আনন্দের এক প্রতিবেদনে বলা হয়েছে, যে রাতে আল্লু অর্জুন জেলে ছিলেন, সেই রাতে তিনি নাকি কোনও বিশেষ ব্যবস্থা দাবি করেননি।
সূত্রের খবর, আল্লু অর্জুন সেদিন রাতে খেয়েছিলেন সাধারণ ভাত আর সবজির ঝোল। কোনোরকম বিশেষ কোনও ব্যবস্থাই তিনি দাবি করেননি। বিশেষ কোনও রুমের ব্যবস্থাও করে দিতে বলেননি তার থাকার জন্য।
অভিনেতা একদম সাধারণ যে কোনও বন্দির মতোই জেলে রাত কাটিয়েছেন। কোনওরকম বিশেষ পরিষেবা তিনি নেননি।
তবে অভিনেতাকে আটক করার সময় পুলিশি জিপ নয়, সাধারণ গাড়ি করে নিয়ে এসেছিলেন পুলিশকর্তারা। গাড়িতে করেই নিয়ে যাওয়া হয় অভিনেতাকে।
হায়দরাবাদের একটি প্রিমিয়ারে অতিরিক্ত ভিড়ের চাপে এক মহিলার পদপৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার করা হয়েছিল আল্লু অর্জুনকে। হল মালিকদের পক্ষ থেকে বলা হচ্ছে, ছবির প্রিমিয়ারে আল্লু নিজে উপস্থিত হবেন তা আগে থেকে জানানো হয়নি তাদের, ফলে জনসমাগম সামলানোর পরিকাঠামো বা ব্যবস্থাপনা করতে পারেননি তারা।
আল্লু অর্জুনের টিমের তরফ থেকে কেন পুলিশকে জনসমাগমের বিষয়ে আগে থেকে যথাযথভাবে অবগত করা হয়নি, সেই অভিযোগ উঠেছিল অভিনেতা ও তার টিমের বিরুদ্ধে।