
ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহ সদর উপজেলার সোনাদহ বিল থেকে আব্দুল লতিফ (৭৫) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৯ মার্চ) সকালে মরদেহটি উদ্ধার করা হয়।আব্দুল লতিফ গোয়ালপাড়া গ্রামের মৃত আইনুদ্দিন মন্ডলের ছেলে।
সুমন হোসেন নামের স্থানীয় এক বাসিন্দা জানান, আজ ভোররাতে বাড়ির পাশের সোনাদহ বিলে মাছ ধরতে যান আব্দুল লতিফ। এরপর তিনি আর বাড়ি ফিরে আসেননি। পরে সকালে কৃষকরা বিলে তার মরদেহ দেখতে পেয়ে পুলিশ ও পরিবারকে জানালে পুলিশ পরিবারের সহযোগিতায় মরদেহ উদ্ধার করে।ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, নিহতের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।