
ক্রীড়া ডেস্ক:
জয় নয়, হার এড়ালেই শিরোপা। এমন সমীকরণ নিয়ে ঘরের মাঠ অ্যানফিল্ডে টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে মাঠে নেমেছিল লিভারপুল। ঘরের মাঠে ৬০ হাজারের বেশি দর্শক হাজির হয়েছিল শিরোপা উদযাপন করতে। দর্শকদের হতাশ করেনি লিভারপুলের ফুটবলাররা।
রোববার (২৭ এপ্রিল) অ্যানফিল্ডে হটস্পারকে ৫-১ গোলে বিধ্বস্ত করে নিজেদের রেকর্ড ২০তম শিরোপা নিশ্চিত করে লিভারপুল। ম্যাচের প্রথমার্ধেই পিছিয়ে পড়ে স্বাগতিকরা। তবে গ্যালারিতে করতালিতে লিভারপুলের ফুটবলারদের উজ্জীবিত করেন ৬০ হাজারের বেশি দর্শক।
মাত্র ৪ মিনিট লিড ধরে রাখতে পারে টটেনহ্যাম। ম্যাচের ১৬ মিনিটে দারুণ বোঝাপড়ায় ডি-বক্সের ভেতর ডমিনিক সবোস্লাইয়ের পাস থেকে সহজ গোল লুইস দিয়াজের। ১-১ গোলে খেলায় আসে সমতা। এতে পুরো স্টেডিয়াম প্রাণ ফিরে পায়।
এরপর অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের চোখ ধাঁধানো এক গোল। টটেনহাম রক্ষণের ভুলে বল পেয়েছিলেন। ডি-বক্সের বাইরে থেকে দুর্দান্ত এক শটে ম্যাচে লিভারপুলের লিড নিশ্চিত করেন। এরপর ৩৪ মিনিটে কোডি গাকপো কর্নার থেকে জটলার মাঝে বল পেয়ে ম্যাচের স্কোরলাইন করেন ৩-১৷
৬৪ মিনিটে অধরা গোল পেয়ে যায় লিভারপুল। ডি-বক্সের ভেতর বল পেয়ে ডান পায়ের চিরচেনা ভঙ্গিমায় গোল করেন মোহাম্মেদ সালাহ। এই গোলের পরেই সার্জিও আগুয়েরোকে পাশ কাটিয়ে প্রিমিয়ার লিগে বিদেশি তারকাদের মধ্যে সবচেয়ে বেশি (১৮৫) গোলের রেকর্ড নিজের করে নেন সালাহ।
৭০ মিনিটে লিভারপুলের ভক্তদের আনন্দের মাত্রা বাড়ায় টটেনহামের ডেসটিনি উডোগির আত্মঘাতী গোল। ৫-১ গোলের লিডে নিশ্চিত হয় ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা ফিরছে চিরচেনা অ্যানফিল্ডে। এই জয়ে লিভারপুলের সংগ্রহ দাঁড়ায় ৮২ পয়েন্ট, দ্বিতীয়স্থানে থাকা আর্সেনালের চেয়ে ১৫ পয়েন্ট এগিয়ে। যেখানে মাত্র চারটি ম্যাচ বাকি।