
আফরিন আক্তারঃ
দরজায় কড়া নাড়ছে মুসলমানদের সবচেয়ে বড় উৎসব পবিত্র ঈদুল ফিতর। তাই নাড়ীর টানে বাড়ি ফেরার তাগিদে ভিড় বেড়েছে বাসটার্মিনালে৷ কেউ ঠিক সময়েই পাচ্ছেন বাস আর কেউ টিকিটই পাচ্ছেন না। কাউন্টার গুলো বলছে অনলাইনেই বিক্রি হয়ে গেছে সব টিকিট।রাজধানীর মহাখালী বাসটার্মিনাল ঘুরে দেখা যায়, উত্তরবঙ্গগামী শাহ ফতেহ আলী, এস আর ট্র্যাভেলস, এনা পরিবহন, অভি এন্টারপ্রাইজ, এস আই এন্টারপ্রাইজ, রাজিব এন্টারপ্রাইজ, একতা পরিবহনের কাউন্টারে যাত্রীদের উপচে পড়া ভিড়। সঠিক সময়েই ছেড়ে যাচ্ছে বাস নেই বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ, ফলে টিকিট পাওয়া যাত্রীরা স্বস্তিতে ঈদযাত্রায় বাড়ী ফিরছে।
তবে যারা ঈদ যাত্রার অগ্রিম টিকিট কাটেনি সেইসব যাত্রারাই পড়েছেন বিপাকে, অনলাইনে টিকিট বিক্রি হওয়ায়।নতুন করে টিকিট দিতে পারছেন না কাউন্টারগুলো। বিশাল যাত্রীচাপ সামলাতে বাস বাড়ানোর উদ্যোগ নেই বলছেন কাউন্টার সংশ্লিষ্টরা।ঢাকায় নিরাপত্তাকর্মীর কাজ করেন আব্দুল মজিদ মিয়া (৪৩)। দায়িত্ব আরেক জনের কাঁধে দিয়ে ঈদের ছুটি নিয়েছেন ছয় দিনের। তিনি বলেন,’ অনলাইন তো বুজি না,আইসা শুনি টিকিট নাই তাই রাজশাহী যেতে পারতাছি না। কিন্তু যেকোনভাবে বাড়ী যাইতে হইব,বউ পোলাপান আছে না।”
সকাল থেকেই মিলছে না টিকিট অনেক ঘুরেও কোন লাভ হচ্ছে না। গাইবান্ধা যাওয়ার কোন উপায় দেখছেন না জুবায়ের ইবনে করিম। তিনি বলেন,’ আজকে নাকি কোন টিকিট নাই, আগামীকালও নাই। টিকিট না পেলে বাড়ী যাব কীভাবে? গার্মেন্টসকর্মী সীমা আক্তার খুঁজছেন বাড়ী যাওয়ার উপায়। বাবা-মা আর সন্তানকে রেখে ঢাকায় চাকুরি করেন। তিনি বলেন,’ মাদারগঞ্জ যাব কিন্তু অনেকে নাকি জামালপুরের বাসই পাচ্ছে না। আমিও খুঁজলাম কিন্তু টিকিট পাচ্ছি না। বাড়ীতে বাচ্চা কাচ্চা আছে বাবা-মা আছে বাড়ীতো যেতেই হবে।”
এনা ট্রান্সপোর্ট এর কাউন্টার মাস্টার আব্দুল খালেক বলেন, যাত্রীর চাপ ভালোই দেখছি, ১০ তারিখ পর্যন্ত এই চাপ থাকব। আমরা তো সব টিকিট অনলাইনে বেইচ্যা দিছি তাই টিকিট দিতে পারতাছি না। বাস কেমনে বাড়ামু কন,যাত্রীতো ম্যালা। বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ পেলেই সাথে সাথে নেওয়া হবে ব্যবস্থা। এজন্য বাসটার্মিনালে বসে ‘ভিজিলেন্স টিম’।বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের পক্ষ থেকে বসা বুথের সদস্যরা বলছেন, যেকোনো পরিবহনের বিরুদ্ধে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ পেলেই ভ্রাম্যমাণ আদালতে করা হবে জরিমানা বা শাস্তি। এছাড়াও টার্মিনালে বাড়তি নিরাপত্তায় বসানো হয়েছে র্যাব, পুলিশের কন্ট্রোল রুম।