কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজারের টেকনাফ বঙ্গোপসাগরের অংশ থেকে ১টি জি-৩ রাইফেল, ১টি কিরিচ এবং ১টি সাম্পান নৌকা উদ্ধার করেছে বিজিবির সদস্যরা। সোমবার (২০ জানুয়ারি) রাত সাড়ে ৮ টার দিকে বঙ্গোপসাগরের টেকনাফ মিঠাপানিরছড়া স্থান থেকে অস্ত্র-কিরিচ ও নৌকা জব্দ করা হয়।
বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি’র) অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান।
তিনি জানান, সম্প্রতি টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবির)দায়িত্বপূর্ণ এলাকায় নৌপথে মাদকসহ অন্যান্য চোরাচালানের প্রবণতা বৃদ্ধি পেয়েছে।এতে করে ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় টহল তৎপরতা জোরদার করা হয়।এরই অংশ হিসেবে গত ২০ জানুয়ারি খুরেরমুখ চেকপোস্টের বিশেষ টহলদল খুরেরমুখ চেকপোস্ট থেকে আনুমানিক ৮ কি.মি. উত্তরে মিঠাপানিরছড়া নামক এলাকায় টহল পরিচালনা করছিল। এ সময় রাত সাড়ে ৮ টার দিকে বঙ্গোপসাগরের কিনারায় মিঠাপানিরছড়া এলাকায় কয়েকজন অজ্ঞাত ব্যক্তির সন্দেহজনক গতিবিধি টহল লক্ষ্য করা যায়। পরে সন্দেহ জনক ব্যক্তিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে নৌকা ও অন্যান্য মালামাল ফেলে দুষ্কৃতকারী দলটি রাতের আঁধারে পালিয়ে যায়।
পরে ওই স্থানে তল্লাশি করে পরিত্যক্ত নৌকাটির ভেতরে লুকিয়ে রাখা বস্তা থেকে ১টি স্বয়ংক্রিয় অস্ত্র (জি-৩ রাইফেল) ও ১টি কিরিচ উদ্ধার করা হয়। এছাড়াও, অবৈধভাবে আগ্নেয়াস্ত্র বহনের দায়ে সাম্পান নৌকাটিও জব্দ করা হয়েছে।
তিনি আরও জানান, উদ্ধার মালিকবিহীন সাম্পান নৌকা টেকনাফ শুল্ক গুদামে এবং টেকনাফ মডেল থানায় আলামত হিসেবে কিরিচ এবং জি-৩ রাইফেলটি জমা করে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।