টেস্টের ম্যাচ ফি বেড়ে ৮ লাখ

প্রকাশিত: ১২:৫৬ অপরাহ্ণ, মার্চ ৪, ২০২৫

ক্রীড়া ডেস্ক:

 

টেস্ট ক্রিকেটারদের যৌক্তিক বেতন বৃদ্ধি করার জন্য সুপারিশ করা হয়েছিল ক্রিকেট পরিচালনা বিভাগ থেকে। বিসিবির পরিচালনা পর্ষদের সভায় গতকাল সে প্রস্তাব পাস হয়েছে। মূলত টেস্ট ক্রিকেটারদের ফোকাস ধরে রাখতে এ সিদ্ধান্ত বিসিবির। শুধু বেতন নয়, উল্লেখ করার মতো ম্যাচ ফিও বাড়ছে। ছয় থেকে বাড়িয়ে আট লাখে উন্নীত করা হচ্ছে টেস্টের ম্যাচ ফি। ওয়ানডে চার এবং টি২০তে আড়াই লাখ টাকা ম্যাচ ফি নির্ধারণের প্রস্তাব করা হয়েছিল। এ দুই সংস্করণের ম্যাচ ফি ছিল তিন ও দুই লাখ টাকা করে।

টেস্ট চ্যাম্পিয়নশিপের দুই বছর সাইকেলে ১৬টি করে টেস্ট ম্যাচ খেলবে বাংলাদেশ। মুমিনুল হকরা সব ম্যাচ খেলার সুযোগ পেলে ১ কোটি ২৮ লাখ টাকা ম্যাচ ফি পাবেন। মাসিক বেতন তো থাকছেই। মুমিনুল হক, সাদমান ইসলাম অনিক বা খালেদ আহমেদরা শুধু টেস্ট খেলেও বছরে কোটি টাকা উপার্জন করতে পারবেন বিসিবি থেকে। তিন সংস্করণ খেলা ক্রিকেটারদের পোয়াবারো। ম্যাচ ফি, বেতন, বোনাস মিলে বছরে ৩ কোটি টাকা উপার্জন করতে পারবেন মেহেদী হাসান মিরাজরা।

কেন্দ্রীয় চুক্তিও অনুমোদন করা হয়েছে সভায়। এক-দু’জনকে চুক্তিতে অন্তর্ভুক্ত করে তালিকা প্রকাশ করা হবে। সৌম্য সরকার চুক্তিতে ফিরছেন। সাকিব আল হাসান, নুরুল হাসান সোহানরা চুক্তি থেকে বাদ পড়েছেন।

গতকালের সভায় জাতীয় দলের কোচিং স্টাফের চুক্তি নবায়ন করার সিদ্ধান্ত হয়েছে। নাজমুল আবেদীন ফাহিম জানান, ফিল সিমন্সসহ দেশি-বিদেশি কোচদের দীর্ঘ মেয়াদে চুক্তি নবায়ন করতে বলা হয়েছে। চ্যাম্পিয়ন্স ট্রফি চলাকালে প্রধান কোচ ফিল সিমন্সের সঙ্গে ব্যক্তিগতভাবে চুক্তি নিয়ে কথা বলেছেন ফাহিম। এবার অফিসিয়াল দায়িত্ব দেওয়া হয়েছে সুযোগ-সুবিধা এবং কাজের পরিধি আলোচনার মাধ্যমে ঠিক করে চুক্তি নবায়ন করতে। ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত দেওয়া হবে নতুন চুক্তি। সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনকেও ২০২৭ সাল পর্যন্ত সেটআপে রাখার সিদ্ধান্ত হয়েছে।

সংবাদ সম্মেলনে ফাহিম জানান, দু’জন উঁচু মানের বিদেশি ফিল্ডিং কোচ নিয়োগ দেবেন তারা জাতীয় দল ও এইচপির জন্য। পাইপলাইন থেকে জাতীয় দলের সঙ্গে সমন্বয় করতে হবে কোচিং স্টাফকে। পূর্বাচল শেখ হাসিনা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের নাম পরিবর্তনের সিদ্ধান্ত হয়েছে। মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার আহমেদ মিঠু জানান, পূর্বাচলের স্টেডিয়ামের নামকরণ করা হয়েছে ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম।