ট্রাকচালকের টাকা-মোবাইল ছিনতাইকালে ৫ যুবক গ্রেফতার

প্রকাশিত: ১০:৩১ অপরাহ্ণ, জানুয়ারি ১৬, ২০২৪

চট্টগ্রাম প্রতিনিধি:

চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানা এলাকায় এক ট্রাক চালককে ভয়ভীতি দেখিয়ে নগদ টাকা ও মোবাইল সেট ছিনতাই করতে গিয়ে পুলিশের হাতে ধরা পরেছে সংঘবদ্ধ ছিনতাইচক্রের সক্রিয় ৫ সদস্য। এরা হলেন- মো. সুজন (২৫), মো. রবিউল হাসান (২৩), মো. শাহিন (২৪), মো. খালেদ মাহমুদ সালমান (২০) এবং মো. মাঈনউদ্দিন (২৪)। তারা সবাই বায়েজিদ বোস্তামী শেরশাহ বাংলাবাজার এলাকায় বসবাস করেন। আজ মঙ্গলবার (১৬ জানুয়ারি) বিকেলে নিউজ পোস্টকে এ তথ্য জানিয়েছেন বায়েজিদ বোস্তামী থানার অফিসার ইনচার্জ (ওসি) সনজয় কুমার সিনহা।

জানা যায়, গতকাল সোমবার (১৫ জানুয়ারি) মো. বিজয় (২৬) নামের এক ট্রাকচালক চট্টগ্রাম বন্দর থেকে মালামাল নিয়ে টেক্সটাইল মাইজপাড়া বিএসআরএম গোডাউনে যান। সেখানে দিবাগত রাত ১টার দিকে একটি ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে পাঁচ যুবক বিজয়কে ট্রাক থেকে নামিয়ে ছোরার ভয় দেখিয়ে মোবাইল ও দুই হাজার টাকা ছিনিয়ে নেন। এসময় ওই ট্রাকচালক চিৎকার শুরু করলে অন্য ট্রাকচালকরা এসে দুই যুবককে আটক করেন। এরপর পুলিশ গিয়ে তাদের আটক করে।

বায়েজিদ বোস্তামী থানার অফিসার ইনচার্জ (ওসি) সনজয় কুমার সিনহা নিউজ পোস্টকে বলেন, খবর পয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রথমে ওই দুই ছিনতাইকারীকে আটক করে। এরপর প্রায় চার ঘণ্টা অভিযান চালিয়ে তাদের মাধ্যমে পালিয়ে যাওয়া অন্য তিন ছিনতাইকারীকে বাংলাবাজার ব্যাংক পাহাড় এলাকা থেকে আটক করা হয়। এসময় তাদের হেফাজত থেকে উদ্ধার করা হয় ছিনিয়ে নেওয়া মোবাইল ও নগদ টাকা। তাদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা হয়েছে। আজ মঙ্গলবার (১৬ জানুয়ারি) দুপুরে গ্রেফতারদের আদালতে পাঠানো হয়।

ওসি বলেন, গ্রেফতাররা চিহ্নিত অপরাধী। তাদের মধ্যে সুজনের বিরুদ্ধে একটি অস্ত্র মামলা, রবিউল হাসানের বিরুদ্ধে দুটি মারামারি, চুরি ও বিস্ফোরক, শাহিনের বিরুদ্ধে চুরি ও নারী নির্যাতনের দুটি মামলা রয়েছে।