ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে দীর্ঘ ২০ কিলোমিটার যানজট

প্রকাশিত: ১২:৩৭ অপরাহ্ণ, জুন ৯, ২০২৩

টাঙ্গাইল প্রতিনিধি: পণ্যবাহী ট্রাক বিকল হওয়ার ঢাকা, টাঙ্গাইল ও বঙ্গবন্ধু সেতু মহাসড়কে শুক্রবার (৯ জুন) সকাল থেকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। বঙ্গবন্ধু সেতু পূর্বপার থেকে টাঙ্গাইল সদর উপজেলার রসুলপুর পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার মহাসড়কে যানজট রয়েছে। তবে থেমে থেমে চলছে বিভিন্ন যানবাহন।
বেলা ১১টার দিকে উপজেলার সল্লা ইউনিয়নের হাতিয়া এলাকায় সরেজমিনে দেখা গেছে, রাস্তার দুদিকে গাড়ির চাপা রয়েছে। অনেক গাড়ি আবার বিকল্প রাস্তা ব্যবহার করে সেতুতে পৌঁছানোর চেষ্টা করছে। বৃষ্টির কারণে মহাসড়কে পানি জমে গেছে।

ঢাকা থেকে ছেড়ে আসা লালমনিরহাটগামী এক বাসের চালক মো. রফিক বলেন, যানজটের কারণে গন্তব্যে পৌঁছাতে বেশি সময় লাগছে তাদের। ফলে ভোগান্তিতে পরছেন সাধারণ যাত্রীরা।

মহাসড়কের দায়িত্বপ্রাপ্ত ট্রাফিক পুলিশ মো. সোহেল রানা বলেন, প্রতিদিনই এই রকম যানজট সৃষ্টি হচ্ছে। আবার কিছু সময় পর তা ঠিক হয়ে যাচ্ছে। যানজট নিরসনে সকাল থেকে তারা কাজ করে যাচ্ছেন।