ঢাকা থেকে নিখোঁজ যুবককে ১১ দিন পর যশোরে উদ্ধার করলো পিবিআই
নিউজ পোস্ট বিডি নিউজ পোস্ট বিডি
নিউজ পোস্ট বিডি
এসএম দেলোয়ার হোসেন:
রাজধানীর রামপুরার নিজ বাসা থেকে এটিএম বুথে টাকা তোলার জন্য গত ১২ সেপ্টেম্বর বের হন তাওসিফ জাওয়াদ। এরপর আর বাসায় ফেরেননি তিনি। ঘটনার ১১ দিন পর নিখোঁজ তাওসিফ জাওয়াদকে যশোর কোতোয়ালি থানার গাড়ীখানা রোড থেকে উদ্ধার করে থানা পুলিশ। এরপর পিবিআই যশোর জেলা তার পরিচয় নিশ্চিত করে গতকাল শনিবার (২৩ সেপ্টেম্বর) পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছে। আজ রোববার (২৪ সেপ্টেম্বর) পিবিআই পুলিশ হেডকোয়ার্টার থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পিবিআই জানায়, গত ১২ সেপ্টেম্বর রাত ১০টায় রাজধানীর পশ্চিম রামপুরার নিজ বাসা থেকে এটিএম বুথে টাকা তোলার জন্য বের হন তাওসিফ জাওয়াদ। এরপর সে আর বাসায় ফিরেনি। পরিবারের লোকজন সম্ভাব্য সব স্থানে খোঁজ-খবর নিয়ে কোথাও না পেয়ে পরদিন হাতিরঝিল থানায় নিখোঁজ সংক্রান্তে একটি সাধারণ ডায়রি (জিডি) করেন। হাতিরঝিল থানা পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিখোঁজ জাওয়াদকে উদ্ধারের জন্য চেষ্টা চালায়। এরপর গতকাল শনিবার যশোর কোতোয়ালি থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মহিদুল ইসলাম গাড়ীখানা রোডে তাওসিফ জাওয়াদকে অসুস্থ অবস্থায় পড়ে থাকতে দেখে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে। এরপর পিবিআই যশোরের ক্রাইমসিন টিম হাসপাতালে হাজির হয়ে জাওয়াদের পরিচয় শনাক্ত করে। পরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে তাদের কাছে তাকে হস্তান্তর করা হয়। অন্যদিকে জাওয়াদ বাসা থেকে বের হওয়ার পর কীভাবে যশোরে গেলেন এ বিষয়ে অনুসন্ধান করছে বলে জানিয়েছে পিবিআই।