সাজ্জাদ হোসেন
ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাণিজ্য অনুষদে পড়ুয়া চট্টগ্রামের শিক্ষার্থীদের সংগঠন চট্টগ্রাম কর্পোরেট ক্ল্যানের উদ্যোগে বৃহস্পতিবার সংগঠনের সদস্য ও শিক্ষকদের নিয়ে ইফতার মাহফিল আয়োজন করে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল বিজনেস ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও সাবেক চেয়ারম্যান সুবদ দেবনাথ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একই ফ্যাকাল্টির অধ্যাপক কাজী জমশেদ, সহযোগী অধ্যাপক আনিসুল ইসলাম, অধ্যাপক একরামুল হুদা, সহকারী অধ্যাপক আবদুল্লাহ আল মামুন জিসান। এছাড়া সংগঠনের অনেক সিনিয়র সদস্য উপস্থিত ছিলেন।
ইফতার মাহফিল শেষে ৬ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়। এতে ফিন্যান্স বিভাগের শিক্ষার্থী মুহম্মদ আরকানুল ইসলাম রূপকে সভাপতি, একই ফ্যাকাল্টির শিক্ষার্থী নাঈম উদ্দিনকে সিনিয়র সহ-সভাপতি, জান্নাতুল মনি সহ-সভাপতি, সাইফুল ইসলাম জয়কে সাধারণ সম্পাদক, ইনতাসির আহমেদ রিয়াদকে সিনিয়র সহ-সাধারণ সম্পাদক, মুশতাক আহমেদ রাফিকে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর সুবদ দেবনাথ শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন, এই আয়োজনে আমি অভিভূত। আশা করি পারস্পরিক সহযোগিতায় এই ঐক্য সাধারণ ছাত্রের অধিকার আদায় ও তাদের বিপদে আপদে পাশে থাকবে।তিনি কর্পোরেট ক্ল্যানকে সুসংহত করনে যাবতীয় কার্যক্রমে সহায়তা এবং নিবন্ধনের আশ্বাস দেওয়ার পাশাপাশি পড়াশোনায় মনোযোগী হওয়ার বিষয়ে জোর তাগিদ দিয়েছেন।
সংগঠনের নবনিযুক্ত সভাপতি মুহাম্মদ আরকানুল ইসলাম রূপক বলেন, আমরা চট্টগ্রাম থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস ফ্যাকাল্টিতে চান্স প্রাপ্ত শিক্ষার্থীরা একটি সমন্বিত প্লাটফর্মের অভাব থেকে ২০১৯ সালে এই সংগঠনের যাত্রা শুরু করি। ইতঃপূর্বে আমরা বিভিন্ন প্রতিযোগিতা, ভর্তি গাইডলাইন সেমিনার, নবীনবরণ, সান্ধ্য অনুষ্ঠানসহ অনেক শিক্ষার্থী বান্ধব কাজ করেছি। আগামীতেও আমরা এই ধারাবাহিকতা বজায় রাখতে দৃঢ়প্রতিজ্ঞ।