‘তাসমানিয়ান টাইগার’ বিদায়ী সম্মাননা পেলেন চট্টগ্রামে

প্রকাশিত: ৩:৫৪ অপরাহ্ণ, এপ্রিল ২৮, ২০২৫

ক্রীড়া ডেস্ক:

 

খেলেয়াড়ি জীবনে তার পরিচিতি ছিল ‘তাসমানিয়ান টাইগার’ নামে পরিচিত ছিলেন ডেভিড বুন। ছিলেন অস্ট্রেলিয়ার ব্যাটিং স্তম্ভ। গত প্রায় ১৪ বছর ধরে আইসিসির ম্যাচ রেফারির দায়িত্ব পালন করেছেন এই অজি। চট্টগ্রামে বাংলাদেশ-জিম্বাবুয়ের ম্যাচ দিয়ে সেই দায়িত্বের ইতি টানছেন বুন।

চট্টগ্রামের সাগরিকায় বিদায়ী সম্মাননা পেয়েছেন বুন। খেলা শুরুর আগে দুই দলের ক্রিকেটাররা মাঠে নেমে পাশাপাশি দাঁড়িয়ে যান। সেখানে ছিলেন বিসিবি পরিচালক ও ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদিন ফাহিম। আইসিসির পক্ষ থেকে স্মারক বুনের হাতে তুলে দেন ফাহিম।

১৯৮৪ থেকে ১৯৯৬ পর্যন্ত আন্তর্জাতিক ক্যারিয়ারে ১০৭ টেস্ট ও ১৮১ ওয়ানডে খেলেছেন বুন। টেস্টে ২১ সেঞ্চুরি ও ৩২ ফিফটিতে তার রান প্রায় সাড়ে সাত হাজার, ওয়ানডেতে রান ৫ সেঞ্চুরি ও ৩৭ ফিফটিতে ৬ হাজারের কাছাকাছি। ১৯৮৭ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার শিরোপা জয়ের নায়কদের একজন ছিলেন তিনি। আসরের দ্বিতীয় সর্বোচ্চ ৪৪৭ করেছিলেন, ফাইনালে ৭৫ রানে ইনিংস খেলে হয়েছিলেন ম্যাচের সেরা।