তিন আসামিসহ ১২ বাংলাদেশিকে ফেরত দিলো ভারত

প্রকাশিত: ১১:৫৪ পূর্বাহ্ণ, জানুয়ারি ১১, ২০২৫

যশোর প্রতিনিধি:

অবৈধভাবে দালালের মাধ্যমে অনুপ্রবেশ করে ভারতে কারাভোগ শেষে দেশে ফিরেছেন তিন আসামিসহ ১২ বাংলাদেশি।

শুক্রবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে ভারতীয় পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করেন। এর আগে তারা ভারতের দমদম সেন্ট্রাল কারাগারে বিভিন্ন মেয়াদে সাজা ভোগ করেন।

দেশে ফেরা ১২ জন হলেন- সাতক্ষীরার নলকুড়া গ্রামের আশিকুর রহমান (২৫), গাজীপুরের টঙ্গী থানার পূর্ব আগ্রাপুর বুনিয়াপাড়া গ্রামের সুমন সরকার (৩০), নরসিংদীর রায়পুরা থানার কাসারালকান্দি গ্রামের ওমর ফারুক (২৫), চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানার বনিপুর গ্রামের মিজান শেখ (২৮), খুলনার পাইকগাছা থানার কাশেম নগর গ্রামের রিয়াজুল ইসলাম (২৫), মাদারীপুরের রাজৈর থানার ডাকছিন চান্দাপুটি গ্রামের বেলাল মোল্লা (২৮), নড়াইলের বাগাডাঙ্গা গ্রামের রেজিনা খাতুন (২৫), একই এলাকার সাগারি ফকির (২৮), বাগেরহাটের মোড়লগঞ্জ থানার কালীবাড়ি গ্রামের রবিউল হাওলাদার (২৫), একই এলাকার মোকসেদ হাওলাদার (৩০), সাতক্ষীরার আগরদিয়া গ্রামের রুবেল গাজী (২৫) ও একই এলাকার খালিদ হোসেন (২৫)।

তাদের মধ্যে গাজীপুরের সুমন সরকার, নরসিংদীর ওমর ফারুক ও খুলনার রিয়াজুল ইসলামের নামে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে। তারা মামলার পর থেকে ভারতে পালিয়ে যায়।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের পুলিশ পরিদর্শক মো. ইব্রাহিম হোসেন বলেন, আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাদের বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। থানা পুলিশ আইনগত ব্যবস্থা নেবে।