তৃতীয় বছরে পা দিলো ‘কই তে’ বাংলাদেশ

প্রকাশিত: ১:৪৭ অপরাহ্ণ, মার্চ ১, ২০২৫

নিজেস্ব প্রতিবেদক:

 

২ বছর পূর্ণ করে বাংলাদেশে তৃতীয় বছরে পা দিলো তাইওয়ান ভিত্তিক প্রতিষ্ঠান ‘কই তে’। এ উপলক্ষে প্রতিষ্ঠানটির গুলশান আউটলেটে এক বিশেষ আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন ‘কই তে’ এর সিইও এবং প্রতিষ্ঠাতা মিসেস কোয়ে মা, চিফ বিজনেস অফিসার মি. লাউ ইয়ং কিয়ং, কই তে বাংলাদেশের এবং ট্যাড গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর মো. আশিকুর রহমান তুহিনসহ বাবল টি প্রেমীরা।

‘কই তে’ বর্তমানে বিশ্বের ১৫ টি দেশে ৬০০টির বেশি আউটলেট নিয়ে এবং কই তে-এর ট্যাড গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান হিসেবে ‘কই তে’ বাংলাদেশ’ পরিচালিত হচ্ছে।

এই ২ বছর পূর্তি উপলক্ষে বিভিন্ন দেশের ম্যানেজমেন্ট ভার্চুয়ালি সংযুক্ত হয়ে ‘কই তে বাংলাদেশ’ ও বাংলাদেশ টিমকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। অনুষ্ঠানে ছিল কেক কাটার আয়োজন, প্রাণবন্ত আলোচনা এবং বিশেষ ফুড-টেস্টিং সেশন।

২য় বছর পূর্তি উপলক্ষে প্রতিষ্ঠানটির সিইও এবং প্রতিষ্ঠাতা মিসেস কোয়ে মা নতুন কিছু আইটেম উপস্থাপন করেন। যেগুলো খুব শিগগিরই দেশের বাজারে আসবে বলে জানানো হয়েছে।

এসময় মিসেস কোয়ে মা বলেন, ‘‘ ‘কই তে’-এর বাংলাদেশে সফল যাত্রা দেখে আমি ভীষণ আনন্দিত। এটি সত্যিই অসাধারণ অভিজ্ঞতা। আগামীতে আরও নতুন স্বাদ ও অভিজ্ঞতা নিয়ে আসবে। সবসময় সতেজতা ও গুণগতমান বজায় রাখার প্রতিশ্রুতি দিয়ে কাজ করবে এবং কাজ করে যাচ্ছে আমাদের প্রতিষ্ঠান।’’

গত দুই বছরে ‘কই তে বাংলাদেশ’ অন্যতম জনপ্রিয় বাবল টি ব্র্যান্ড হিসেবে নিজেদের জায়গা করে নিয়েছে। সেরা মানের গোল্ডেন বাবলস ও হ্যান্ডক্রাফটেড বেভারেজের জন্য ‘কই তে’ এখন অনেক বাবল টি প্রেমীদের তালিকায় শীর্ষে। এছাড়াও ‘কই তে’ নিয়মিত নতুন ফ্লেভার ও আকর্ষণীয় অফার নিয়ে আসছে, যা গ্রাহকদের আরও বেশি আকৃষ্ট করছে।