তেজগাঁওয়ে ৪৮ কেজি গাঁজা ভর্তি কাভার্ডভ্যানসহ মাদক কারবারি গ্রেফতার

প্রকাশিত: ৪:৪৫ অপরাহ্ণ, নভেম্বর ২৩, ২০২৩

সাইফুল ইসলাম:
রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকা থেকে ৪৮ কেজি গাঁজা ভর্তি কার্ভাডভ্যানসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল। গ্রেফতারকৃতের নাম- মোঃ সাইফুল ইসলাম। আজ বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সকালে নিউজ পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন অভিযানের নেতৃত্ব দেওয়া ডিএমপির ডিবি তেজগাঁও বিভাগের সহকারী পুলিশ কমিশনার (এসি) এম. রাকিবুল হাসান ভূঁয়া।


তিনি জানান, গত মঙ্গলবার (২১ নভেম্বর) রাতে ঢাকা মহানগর এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনাকালীন তথ্য আসে, তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন তেজগাঁওয়ের বিআরটিসি ট্রাক ডিপোর বিপরীত পাশের রাস্তায় কতিপয় মাদক কারবারী গাঁজা বিক্রির জন্য কার্ভাডভ্যানসহ অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে উক্ত স্থানে সঙ্গীয় ফোর্সসহ সু-কৌশলে অভিযান পরিচালনা করে কার্ভাডভ্যানটি (ঢাকা মেট্রো-ট-১৮-২৩৩৬) আটক করা হয়। এ সময় সাইফুল নামের একজনকে গ্রেফতার করা হয়। পরে কার্ভাডভ্যানটি তল্লাশি করে ৪৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। মাদক পরিবহনে ব্যবহৃত কার্ভাডভ্যানটিও জব্দ করা হয়।


গোয়েন্দা কর্মকর্তা বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত সাইফুল পুলিশকে জানিয়েছে, সে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে এসব গাঁজা সংগ্রহ করে ঢাকা মহানগরের কাওরান বাজার ও তেজগাঁও শিল্পাঞ্চল এলাকাসহ বিভিন্ন স্থানে বিক্রি করতো। ডিএমপির তেজগাঁও শিল্পাঞ্চল থানায় রুজুকৃত মামলায় গ্রেফতারকৃতকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানান ডিবি পুলিশের এসি এম. রাকিবুল হাসান ভূঁয়া।