![থেমে থাকা বাসে আগুন, ঘুমন্ত হেলপারের মৃত্যু](https://www.newspostbd.com/wp-content/uploads/2025/02/6-8.webp)
মুন্সীগঞ্জ প্রতিনিধি:
মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ীতে থেমে থাকা গাংচিল পরিবহন নামের একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট আগুন নেভালেও দগ্ধ হয়ে এক কিশোর নিহত হয়েছে। নিহত যাহাবির মিয়া (১৪) বাসে ঘুমিয়ে ছিল। সে পুড়ে যাওয়া বাসটির চালকের সহকারী।
মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে টঙ্গিবাড়ী লৌহজং সড়কের বালিগাঁও বাজার সেতুতে এ ঘটনা ঘটে। নিহত যাহাবির লৌহজং উপজেলা পালগাও গ্রামের সোহেল মিয়ার ছেলে।
তবে অগ্নিকাণ্ডের সূত্রপাত সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি নিয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. শফিকুল ইসলাম, রাত আড়াইটার দিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে লৌহজং ও টঙ্গিবাড়ী ফায়ার সার্ভিসের দু’টি ইউনিটের প্রচেষ্টায় আগুন নেভানো হয়। বাসের ভেতর নিহত হেলপার ঘুমিয়েছিল, তার পুরো শরীর দগ্ধ হয়। বাসটিতে কোনো বৈদ্যুতিক সংযোগ ছিল না। সাধারণত বাসের চালক-হেলপার বাসে কয়েল জ্বালিয়ে ঘুমায়। তবে কেউ আগুন দিয়েছে কি না তার সঠিক কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে।
টঙ্গিবাড়ীত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মহিদুল ইসলাম বলেন, ‘জ্বলন্ত মশার কয়েল মোবাইলের সংস্পর্শে এলে মোবাইল বিস্ফোরণ ঘটে বাসে আগুন লাগে। দুর্ঘটনায় বাসে ঘুমন্ত চালকের সহকারী নিহত হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা দায়ের হবে।