দরিভালই ব্রাজিলের নতুন কোচ

প্রকাশিত: ৯:৩৭ পূর্বাহ্ণ, জানুয়ারি ৮, ২০২৪

স্পোর্টস ডেক্স:

ধীরে ধীরে গুঞ্জন যেন আরও শক্ত ভিত পাচ্ছে। বাইরের কেউ নন, ব্রাজিল তাদের কোচের পদে নিয়োগ দিচ্ছে ঘরের ছেলেকেই। আবেল ফেরেইরা, জর্জ জেসুসসহ অনেকের নামই বাতাসে ভেসেছিল। কিন্তু ঐতিহ্য মেনে নিজের দেশের মানুষকেই কোচের পদে রাখছে ব্রাজিলের ফুটবল নিয়ন্ত্রক সংস্থা সিবিএফ। দীর্ঘ ২২ বছর ব্রাজিলের ঘরোয়া লিগের কোচিং করানো দরিভাল জুনিয়রই হচ্ছেন দেশটির নতুন কোচ।
টালমাটাল অবস্থায় বেশ কয়েকটা মাসই পার করেছে ব্রাজিল। সিবিএফ সভাপতি এডনালদো রদ্রিগেজকে আদালতের আইনে বহিষ্কার করার কথা উঠেছে। সেকারণে ফিফার হুমকি এসেছে। আবার এই কাণ্ডের মাঝেই ব্রাজিল ছেড়ে রিয়াল মাদ্রিদের সঙ্গেই নিজের চুক্তি বাড়িয়েছেন কার্লো অ্যানচেলত্তি। আগের কোচ ফার্নান্দো দিনিজও ছাঁটাই হয়েছেন।