দাখিল পরীক্ষার ফলাফলে রাউজানে শীর্ষে কাগতিয়া মাদ্রাসা
নিউজ পোস্ট বিডি নিউজ পোস্ট বিডি
নিউজ পোস্ট বিডি
প্রবাস ডেস্ক রিপোর্টঃ
চট্টগ্রামের রাউজান উপজেলায় ২০২৪ সালের দাখিল পরীক্ষার ফলাফলে শীর্ষ স্থানে রয়েছে কাগতিয়া মাদ্রাসা।রোববার (১২ মে) মাদ্রাসা শিক্ষাবোর্ডের ফলাফল বিশ্লেষণে এ তথ্য জানা গেছে।
চলতি বছর দাখিল পরীক্ষায় কাগতিয়া মাদ্রাসা থেকে ৮১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। তার মধ্যে ১৪ জন জিপিএ-৫, ৫৯ জন জিপিএ-৪, ৮ জন জিপিএ-৩.৫০ সহ শতভাগ পাস করে রাউজান উপজেলায় শীর্ষ স্থানে রয়েছে মাদ্রাসাটি।মাদ্রাসার এ ভাল ফলাফলে শিক্ষার্থী ও অভিভাবকেরা আনন্দিত। তারা বলছেন, সার্বক্ষণিক পর্যবেক্ষণ, নিবিড় পরিচর্যা, শিক্ষকমণ্ডলীর নিয়মিত পাঠদান মাদ্রাসার ধারাবাহিক সাফল্যের নেপথ্যে প্রধান ভূমিকা রাখছে।
প্রকাশিত ফলাফল অনুযায়ী, এ বছর মাদ্রাসা শিক্ষা বোর্ডে পাসের হার ৭৯ দশমিক ৬৬ শতাংশ। পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছেন ১৪ হাজার ২০৬ জন।মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় অংশ নিয়েছিলেন মোট ২ লাখ ৪২ হাজার ৩১৪ জন।