দিনাজপুর প্রতিনিধিঃ
দিনাজপুরে গত কয়েকদিন ধরেই শীতের তীব্রতা বেড়েছে। দিন দিন তাপমাত্রা কমায় শীত বেশি অনুভূত হচ্ছে। সেই সঙ্গে ভোর থেকে সকাল পর্যন্ত কুয়াশা ঝরছে। সঙ্গে হিমেল বাতাস শীতের মাত্রাকে আরও বাড়িয়ে তুলছে। শীতের কারণে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ।
শনিবার (৩০ নভেম্বর) সকাল ৯টায় দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা ১২.৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।আবহাওয়া অধিদফতর দিনাজপুরের ইনচার্জ তোফাজ্জল হোসেন জানান, দিনাজপুর অঞ্চলে দিন দিন তাপমাত্রা কমছে। আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২.৫ ডিগ্রি সেলসিয়াস। গতকাল তাপমাত্রা ছিল ১৩.৮ ডিগ্রি। সকাল ৬টায় বাতাসের আর্দ্রতা ছিল ৯৭ ভাগ, বাতাসের গড় গতিবেগ ছিল ঘণ্টায় দুই কিলোমিটার।ভ্যানচালক শরিফুল ইসলাম বলেন, গত কয়েকদিনের তুলনায় আজ হঠাৎ শীতের প্রকোপটা বেড়ে গেলো। তার সঙ্গে যে পরিমাণ কুয়াশা পড়ছে, এতে ভ্যান চালানো খুব কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। শীতের কারণে গা হাত পা জমে যাচ্ছে। জ্বর, সর্দি। কাশি ধরছে, আবার কুয়াশার কারণে সামনের কিছু দেখাও যাচ্ছে না ঠিকমতো।
পথচারী আব্দুর রাজ্জাক বলেন, গত কয়েকদিনের তুলনায় আজকে শীতের মাত্রা একটু বেশি বোঝা যাচ্ছে, সেই সঙ্গে কুয়াশা খুব পড়ছে। এতে আমাদের এই অঞ্চলে আগেভাগেই যেমন শীত পড়তে শুরু করেছে তেমনি প্রকোপটাও খুব বেশি।