দিল্লি মেট্রোতে যাত্রী বেশে মোদি

প্রকাশিত: ৩:২৬ অপরাহ্ণ, জুলাই ১, ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক :

আচমকাই দিল্লি মেট্রোর যাত্রী হলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নিজের কনভয় ছেড়ে মেট্রোতে চেপেই রওনা দিলেন দিল্লী বিশ্ববিদ্যালয়ের উদ্দেশে। দিল্লির লোক কল্যাণ মার্গে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের অদূরেই আছে দিল্লি মেট্রোর একটি স্টেশন।

এদিন সকালে আচমকাই কনভয় ছেড়ে মেট্রো স্টেশনে নামেন প্রধানমন্ত্রী। এরপর কল্যাণ মার্গ স্টেশন থেকে দিল্লি বিশ্ববিদ্যালয়ের নর্থ ক্যাম্পাস লাগোয়া মেট্রো স্টেশনে নামেন মোদি। এরপর ফের গাড়িতে সমাবর্তন অনুষ্ঠানে পৌঁছান।

মেট্রোতে তরুণ সহযাত্রী ও শিক্ষার্থীদের সঙ্গে খোশগল্পে মেতে উঠতে দেখা যায় মোদিকে। পরে এই নিয়ে একটি টুইট করেন তিনি। টুইটে তার মেট্রো সফরের কয়েকটি ছবি দিয়ে মোদি লেখেন, ‘নতুন প্রজন্মের ছেলেমেয়েদের সহযাত্রী হিসেবে পেয়ে খুশি।’
সহযাত্রীদের সঙ্গে তার কী বিষয়ে কথোপকথন হয়েছে, তা-ও দিল্লি বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের জানান মোদি। বলেন, ‌‘শিক্ষার্থীদের মতোই আমি আজ মেট্রোয় সফর করেছি। শিক্ষার্থীরা কত বিষয়ে কথা বলে। তারা আমার সঙ্গে ওটিটি সিরিজ থেকে রিল, সব বিষয় নিয়ে কথা বলেছেন।’

বিশ্ববিদ্যালয়টির শতবর্ষ উপলক্ষ্যে এক বছরব্যাপী অনুষ্ঠান চলছিল। তার সমাপ্তি হলো গতকাল শুক্রবার।