দিল্লিতে গ্লোবাল ইকোনমিক পলিসি ফোরামে বৈশ্বিক বিশেষজ্ঞ হিসেবে যোগ দিয়েছেন সালমান এফ রহমান

প্রকাশিত: ৪:২৪ অপরাহ্ণ, ডিসেম্বর ৮, ২০২৩

ডেস্ক রিপোর্ট :

ভারতের দিল্লিতে অনুষ্ঠিত গ্লোবাল ইকোনমিক পলিসি ফোরাম ২০২৩-এ বৈশ্বিক বিশেষজ্ঞ হিসেবে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা ও সংসদ সদস্য সালমান এফ রহমান।

এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইন্ডিয়ান ডিপার্টমেন্ট অব ইকোনমিক অ্যাফেয়ার্স ও কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি (সিআইআই) যৌথভাবে এই আয়োজন করেছে। ৭ তারিখ শুরু হওয়া সম্মেলন চলবে ৮ ডিসেম্বর পর্যন্ত।

এই ফোরামের আলোচনার মূল বিষয়বস্তু ‘বহু-সংকটের মধ্যে বিশ্বব্যাপী সমৃদ্ধির কৌশল’। ফোরামটির সভাপতিত্ব করেন ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। ‘বাংলাদেশের প্রবৃদ্ধি ও উন্নয়ন যাত্রার অনুপ্রেরণা’ শীর্ষক ফোরামে বক্তব্য দেন সালমান এফ রহমান।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সালমান এফ রহমানকে বাংলাদেশের অর্থনৈতিক ও উন্নয়নমূলক অর্জন বিষয়ে বক্তব্য দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়। এর উদ্দেশ্য হলো বাংলাদেশকে এমনভাবে উপস্থাপন করা যাতে অন্যান্য উন্নয়নশীল দেশকে আকৃষ্ট করে। আলোচনার পরে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তরও দিয়েছেন রহমান।