ক্রীড়া ডেস্কঃ
লখনউয়ে রবিবার বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে মাঠে হতাশার একটি দিন কাটিয়েছে ভারতীয় ব্যাটাররা। ইংলিশ বোলারদের সামনে থিতু হতেই হিমসিম খেয়েছে স্বাগতিকদের ব্যাটাররা। তবে ব্যতিক্রম ছিলেন ফর্মের তুঙ্গে থাকা দলের অধিনায়ক রোহিত শর্মা। ১০১ বলে খেলেন ৮৭ রানের ইনিংস। এদিন অল্পের জন্য সেঞ্চুরি মিস হলেও করেছেন দুই কীর্তি।
রবিবার ভারতীয় ক্রিকেটার হিসেবে বিশ্বকাপে (টি-টোয়েন্টি ও ওয়ানডে) সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকার দ্বিতীয় স্থানে থাকা শচীন টেন্ডুলকারকে পেছনে ফেলেছেন রোহিত শর্মা। দুই বিশ্বকাপ মিলে তার রান ২ হাজার ৩৩৩। শচীন শুধুমাত্র ওয়ানডে বিশ্বকাপ খেলে ৪৫ ম্যাচে ২ হাজার ২৭৮ রান করেছিলেন।
বর্তমানে রোহিতের সামনে শুধু রয়েছে বিরাট কোহলি। ৫৯ ম্যাচে তার রান ২ হাজার ৫২৫। এছাড়া এদিন আন্তর্জাতিক ক্রিকেটে ১৮ হাজার রান পূর্ণ হয়েছে রোহিতের। ৪৭৭ ইনিংসে এই রান করলেন। পঞ্চম ভারতীয় ব্যাটার হিসেবে এই কীর্তি গড়েছেন তিনি।