দেশে ডেঙ্গুতে একদিনে প্রাণ গেল আরও ১৫ জনের, মৃতের সংখ্যা ১৪০৮

প্রকাশিত: ৮:৪৯ অপরাহ্ণ, নভেম্বর ৫, ২০২৩

সাজ্জাদ হোসেন:
দেশে প্রাণঘাতী মশার কামড়ে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ক্রমেই বাড়ছে। মৃত্যুর মিছিলে প্রতিদিনই নতুন করে নাম লেখাচ্ছেন ডেঙ্গু আক্রান্ত নানা শ্রেণিপেশার মানুষ। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সারাদেশে একদিনে প্রাণ গেল আরও ১৫ জনের। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৪০৮ জনে।


এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ১০৩ জন। তাদের মধ্যে ৪৩৩ জন ঢাকার এবং ঢাকার বাইরে ১ হাজার ৬৭০ জন।


আজ রোববার (৫ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ মো. জাহিদুল ইসলামের সই করা ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।


স্বাস্থ্য অধিদফতর জানায়, সারাদেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৬ হাজার ৭০৪ জন রোগী ভর্তি আছেন। এর মধ্যে ঢাকাতেই ১ হাজার ৮১৫ জন। আর বাকি ৪ হাজার ৮৮৯ জন ঢাকার বাইরে অন্য বিভাগে।


এই বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ২ লাখ ৭৯ হাজার ৯০৪ জন রোগী ভর্তি হয়েছেন এবং ছাড়া পেয়েছেন ২ লাখ ৭১ হাজার ৭৯২ জন।


এর আগে ২০২২ সালে ডেঙ্গুতে ২৮১ জন মারা যান। ওই বছরের শেষ মাস ডিসেম্বরে ডেঙ্গুতে ২৭ জনের মৃত্যু হয়। একই সঙ্গে আলোচ্য বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৬২ হাজার ৩৮২ জন।


প্রসঙ্গত, ২০২০ সালে করোনা মহামারিকালে ডেঙ্গু সংক্রমণ তেমন একটা দেখা না গেলেও ২০২১ সালে সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হন ২৮ হাজার ৪২৯ জন। একই বছর দেশব্যাপী ডেঙ্গু আক্রান্ত হয়ে ১০৫ জনের মৃত্যু হয়েছিল।