সাইফুল ইসলাম:
জাতীয় নির্বাচন ঘিরে সহিংসতা ও নাশকতায় জড়িত ৮৩৪ জনকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গত ২৮ অক্টোবর থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত সারাদেশ থেকে তাদের গ্রেফতার করা হয়। আজ মঙ্গলবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় এ তথ্য জানান র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় র্যাব ফোর্সেস নারায়ণগঞ্জের সদর এলাকায় অভিযান পরিচালনা করে যানবাহনে অগ্নিসংযোগ, ভাঙচুর ও নাশকতার মামলায় কেরানীগঞ্জের কোন্ডা ইউনিয়ন বিএনপির সভাপতি নূর হোসেন নুরু, সাধারণ সম্পাদক হাজী আফজাল হোসেন শিকদার এবং সহ-সাংগঠনিক সম্পাদক হাজী মো. সালাউদ্দিনকে গ্রেফতার করেছে। এ সময়ে দেশের বিভিন্ন স্থান থেকে গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনার সঙ্গে জড়িত মোট ৮ জনকে গ্রেফতার করা হয়।
র্যাবের এই কর্মকর্তা আরও জানান, গত ২৮ অক্টোবর হামলা ও নাশকতাসহ পরবর্তী সময়ে দেশের বিভিন্ন স্থানে সহিংসতা ও নাশকতার সঙ্গে জড়িত মোট ৮৩৪ জনকে গ্রেফতার করেছে র্যাব।