দোকান ভাড়া চাওয়ায় ভাড়াটিয়ার মারধরে শিক্ষকের মৃত্যু

প্রকাশিত: ১১:৪৫ পূর্বাহ্ণ, এপ্রিল ২১, ২০২৫

কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজারের উখিয়ায় দোকান ভাড়া চাওয়ায় ভাড়াটিয়ার মারধরে ইকবাল (৬০) নামে এক শিক্ষককে হত্যা করা হয়েছে। রোববার (২০ এপ্রিল) দিবাগত রাত দেড়টার দিকে উখিয়া রাজাপালং ইউনিয়নের ঘিলাতলী এলাকায় এই ঘটনা ঘটে। এই ঘটনায় শরিফ প্রকাশ বট্টল (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। নিহত শিক্ষক কক্সবাজার উখিয়া ডিগ্রি কলেজের শিক্ষক।

নিহতের ছেলে নিষান বলেন, রাত দেড়টার দিকে আমার বাবা ভাড়াটিয়া শরীফ থেকে দোকান ভাড়ার বকেয়া টাকা চাইতে যান। এ সময় কথা কাটাকাটির একপর্যায়ে শরিফ প্রকাশ বট্টল আমার বাবার গোপনাঙ্গে লাথি মারেন। এতে আমার বাবা গুরুতর আহত হয়ে মাটিতে লুটে পড়ে।

পরে আমরা খবর পেয়ে দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। সেখান থেকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জানান আমার বাবা আর বেঁচে নেই।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফ হোসাইন বলেন, দোকানের ভাড়া সংক্রান্ত বিষয় নিয়ে কথা কাটাকাটির জের ধরে শরীফ শিক্ষক ইকবালের ওপর হামলা করে গুরুতর আহত করে, পরে স্বজন ও এলাকাবাসী তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় অভিযুক্তকে আটক করা হয়েছে