দ্বিতীয় বিভাগ লিগে আর্থিক সুবিধা বাড়ছে

প্রকাশিত: ৪:৩৭ অপরাহ্ণ, নভেম্বর ১২, ২০২৪

ক্রীড়া ডেস্ক:

ঢাকা দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগে আর্থিক সুযোগ-সুবিধা বাড়ছে। ক্লাব অনুদান ৪ লাখ ৭৫ হাজার থেকে বাড়িয়ে ৬ লাখ টাকা করা হয়েছে। পোশাকের জন্য দেওয়া হয় ১ লাখ টাকা। এখানেও ২৫ হাজার টাকা বাড়ানো হয়েছে।

এবার থেকে লিগের সব ম্যাচে দেওয়া হবে ম্যাচসেরার পুরস্কারও। অর্থাৎ ১৬৮টি ম্যাচে থাকবে ম্যাচসেরার পুরস্কার। আগে সুপার লিগের ৩০টি ম্যাচে এ পুরস্কার দেওয়া হতো। ম্যাচসেরার পুরস্কার ৫ হাজার টাকা।
পরিবহন ভাড়া দুই হাজার বাড়িয়ে সাড়ে ১১ হাজার করা হয়েছে। লিগের সর্বোচ্চ রান সংগ্রাহক, সর্বোচ্চ উইকেট শিকারি ও সেরা খেলোয়াড়কে দেওয়া হবে ৮৫ হাজার টাকা করে।

এ ছাড়া চ্যাম্পিয়ন মানি করা হয়েছে ৪ লাখ টাকা। রানার্সআপ দল পাবে আড়াই লাখ টাকা। বাকি ক্লাবের জন্যও থাকবে পুরস্কার। গতকাল সিসিডিএমের এক সভায় আর্থিক অনুদান বৃদ্ধি ছাড়াও লিগ শুরুর তারিখ নির্ধারণ করা হয়েছে। ১৯ ও ২০ নভেম্বর দলবদল এবং লিগ শুরু আগামী ২ ডিসেম্বর।