ধানমন্ডি ৩২ নম্বর থেকে ১০ জনের বেশি মানুষকে দেওয়া হলো পুলিশে
নিউজ পোস্ট বিডি নিউজ পোস্ট বিডি
নিউজ পোস্ট বিডি
ঢাকা প্রতিনিধি:
রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর সড়কের আশপাশের এলাকা থেকে সন্দেহভাজন ১০ জনের বেশি মানুষকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। আজ সকাল থেকে দুপুর দেড়টার মধ্যে তাদের ধানমন্ডি থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আজ ধানমন্ডি ৩২ নম্বর সড়কের আশপাশের এলাকায় লাঠিসোঁটা নিয়ে অবস্থান করছেন অনেক লোকজন। তারা ১০ জনের বেশি মানুষকে মারধর করে আমাদের কাছে পাঠিয়েছে।
আটক সবাই রাজনৈতিক দলের নেতাকর্মী কি না জানতে চাইলে ওসি বলেন, তারা রাজনৈতিক দলের নেতাকর্মী সন্দেহে হেফাজতে নেওয়া হয়েছে। তাদের মারধর করা হয়েছে। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। তারা রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত কি না তা বুঝতে মোবাইল তল্লাশি করা হচ্ছে।
ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় কেউ এলেই তাদের থামিয়ে জিজ্ঞাসাবাদ করছেন তারা। কোথায় যাচ্ছেন, কেন এসেছেন, তা জানতে চাওয়া হচ্ছে। এমনকি পরিচয়পত্র ও মোবাইল দেখা হচ্ছে। ৩২ নম্বর সড়কে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না।
এই এলাকায় কখনো কাউকে কাউকে ধাওয়া দিতে দেখা যাচ্ছে, আবার কাউকে মারধর করতেও দেখা গেছে।
অবস্থান নেওয়া ব্যক্তিরাই এই এলাকায় আসা সন্দেহভাজন ১০ জনের বেশি মানুষকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন।