নতুন মন্ত্রিসভায় ৩৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর মধ্যে নারী তিনজন

প্রকাশিত: ১১:১৯ অপরাহ্ণ, জানুয়ারি ১০, ২০২৪

হাবিবা ইসলাম :

সরকারের নতুন মন্ত্রিসভায় জায়গা পেতে যাচ্ছেন ৩৬ মন্ত্রী ও প্রতিমন্ত্রী। এদের মধ্যে নারী তিনজন।

আজ বুধবার (১০ জানুয়ারি) মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেনের ঘোষণা করা তালিকা বিশ্লেষণ করে এ তথ্য পাওয়া যায়।

নতুন মন্ত্রিসভায় ডাক পাওয়া নারীরা হলেন—ডা. দীপু মনি, সিমিন হোসেন রিমি ও রুমানা আলী টুসি। এদের মধ্যে পূর্ণমন্ত্রীর দায়িত্ব পাচ্ছেন ডা. দীপু মনি। অন্যদিকে প্রতিমন্ত্রী হচ্ছেন সিমিন হোসেন রিমি ও রুমানা আলী টুসি।

তবে তারা কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন—তা এখনও জানা যায়নি।

এর আগেও দুই দফায় মন্ত্রী হয়েছেন ডা. দীপু মনি। তিনি পররাষ্ট্রমন্ত্রী ও শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি চাঁদপুর-৩ আসন থেকে বিজয়ী হয়েছেন।

সিমিন হোসেন রিমি বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদের মেয়ে। তিনি গাজীপুর-৪ (কাপাসিয়া) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

অন্যদিকে অধ্যাপক রুমানা আলী টুসি গাজীপুর-৩ আসন থেকে নৌকা প্রতীকে বিজয়ী হয়েছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাদে গতবারের মন্ত্রিসভায়ও তিনজন নারী ছিলেন। এরা হলেন—ডা. দীপু মনি, বেগম মন্নুজান সুফিয়ান ও বেগম হাবিবুন নাহার।