সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জের ফুলজোড় নদীতে গোসলে নেমে নিখোঁজের ঘটনায় আরও দুই স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
রোববার (২ জানুয়ারি) দুপুর ১২টার দিকে ফুলজোড় নদী থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া দুই বন্ধু হলেন—সিরাজগঞ্জ সদরের বাসিন্দা কৃষ্ণ কুমার (১৫) ও সারজিল হোসেন (১৫)।
এর আগে, গতকাল শনিবার বিকেল ৩টার দিকে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ভদ্রঘাট ইউনিয়নের ঝাঁটিবেলাই গ্রামে এ ঘটনা ঘটে। নিখোঁজের চার ঘণ্টার মাথায় রাফিন ইসলাম (১৫) নামে এক ছাত্রের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। রাফিন ইসলাম ঝাঁটিবেলাই গ্রামের আব্দুর রহিমের ছেলে।
নিহতরা সবাই সিরাজগঞ্জ কালেক্টরেট স্কুল এন্ড কলেজের নবম শ্রেণির ছাত্র।
কামারখন্দ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ওয়ার হাউস ইন্সপেক্টর অপু কুমার মন্ডল বলেন, ঘটনার দিন গতকাল একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ বাকি দুজনের মরদেহ আজ উদ্ধার হলো। আমরা থানা পুলিশ হস্তান্তর করব। থানা পুলিশ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।
কামারখন্দ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোখলেসুর রহমান বলেন, মরদেহ উদ্ধার হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থাগ্রহণ শেষে মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবে