পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় খাপড়াভাঙ্গা নদীতে আফজাল মাঝি নামে এক জেলের জালে সাড়ে তিন কেজি ওজনের একটি ইলিশ ধরা পড়েছে। পরে সেটি নিলামে বিক্রি করা হয়।
শুক্রবার সকালে আলিপুর মৎস্য অবতরণ কেন্দ্রে মাছটির নিলাম হয়। সাগর ফিশ নামের আড়তে ৮ হাজার ৫৭৫ টাকায় মাছটি নিলামে কিনে নেন ব্যবসায়ী ফেরদৌস কাজী।
তিনি বলেন, সব সময় এত বড় মাছের দেখা মেলে না এই নদীতে। বর্তমানে সাগরে কোনো জেলেরা না থাকায় এত বড় মাছ নদীতে আসছে বলে মনে করি আমি।
কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, সাগরে মাছ ধরার ওপর ৬৫ দিনের নিষেধাজ্ঞা চলছে। তারই ধারাবাহিকতায় সমুদ্রে কোনো জেলেরা না থাকায় এ রকম বড় মাছগুলো সাগর মোহনা হয়ে নদীতে ঢুকে পড়ছে। আর তাই নদীতে জেলেদের জালে এমন বড় বড় মাছ ধরা পড়ছে।