নবজাতকসহ প্রসূতির মৃত্যু: ডা. সংযুক্তাসহ সেন্ট্রালের চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থার সুপারিশ
নিউজ পোস্ট বিডি নিউজ পোস্ট বিডি
নিউজ পোস্ট বিডি
নিজস্ব প্রতিবেদক:
প্রতারণা ও চিকিৎসকের ভুল চিকিৎসায় প্রসূতি মাহবুবা রহমান আঁখি ও তার নবজাতকের মৃত্যুর ঘটনায় ডা. সংযুক্তাসহ হাসপাতালের চিকিৎসকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে বিএমডিসির শৃঙ্খলা কমিটি। শুক্রবার (২৩ জুন) বিএমডিসি মহাসচিব ও শৃঙ্খলা কমিটির চেয়ারম্যান অধ্যাপক ডা. এহতেশামুল হক চৌধুরী বিএমডিসির এক্সিকিউটিভ কমিটিকে এ সুপারিশ করেন।
বিএমডিসি মহাসচিব বলেন, বিএমডিসি শৃঙ্খলা কমিটি যে হাসপাতালে ঘটনাটি ঘটেছে এবং যে চিকিৎসকরা এখানে জড়িত ছিলেন, তাদের কাছে এ বিষয়ে ব্যাখ্যা চাইতে পারে। তাদের বক্তব্য সংগ্রহ করে বিএমডিসির কাছে পাঠালে আমরা সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবো।
চিকিৎসকদের ফেসবুকে বিভিন্ন ধরনের প্রচারণার বিষয় জানতে চাইলে তিনি বলেন, এগুলো সম্পূর্ণ অনৈতিক। তিনি সম্পূর্ণ অনৈতিক কাজ করেছেন। তিনি ফেসবুক লাইভে আসতে পারেন না। এবং তিনি রোগীর কনসার্ন ছাড়া প্রকাশ করতে পারেন না।