নবাবগঞ্জ বেড়িবাঁধে লেগুনা শ্রমিকদের মাঝে খাদ্যসামগ্রী দিলো মালিক সমিতি
নিউজ পোস্ট বিডি নিউজ পোস্ট বিডি
নিউজ পোস্ট বিডি
করোনার প্রাদুর্ভাবে সরকারের নির্দেশে গণপরিবহন বন্ধ থাকায় প্রায় একমাস ধরে মানবেতর জীবনযাপন করছে পুরান ঢাকার লালবাগের বেড়িবাঁধে চলাচলকারী নবাবগঞ্জ সেকশন টু বাবুবাজার রুটের শতাধিক লেগুনা পরিবহনের শ্রমিকরা। দীর্ঘদিনে কোন খাদ্য সহায়তা না পাওয়ায় তাদের ত্রাণসামগ্রী দিতে উদ্যোগ নিয়েছে ওই রুটে চলাচলকারী লেগুনা পরিবহন মালিক সমিতি।
এরই ধারাবাহিকতায় ওই রুটে কর্মরত শতাধিক লেগুনা পরিবহনের চালক-হেলপারকে ত্রাণসামগ্রী প্রদান করেছে মালিক সমিতি। গতকাল সোমবার সকাল ১০টায় নবাবগঞ্জ বেড়িবাঁধে অসহায় লেগুনা পরিবহন শ্রমিকদের মাঝে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এরমধ্যে ছিলো চাল, আটা, ডাল, আলু, পেঁয়াজ, তেল, লবন ও সাবান। ত্রাণসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন লেগুনা পরিবহন মালিক সমিতির নেতা- ঝন্টু, সাইজুদ্দিন আহমেদ সাজু, সত্তর মিয়া ওরফে সাত্তার মোল্লা, মনির হোসেন, দিলু বেপারি, আসমা সাজু, মাসুদ রানা, হাবিবুল্লাহ, রুবেল, সিরাজ মিয়া প্রমুখ।