নাশকতার মামলায় যুবদল নেতা জাহাঙ্গীরসহ বিএনপির ১১ জনের কারাদণ্ড
নিউজ পোস্ট বিডি নিউজ পোস্ট বিডি
নিউজ পোস্ট বিডি
নিজস্ব প্রতিবেদক:
২০১৩ সালের নাশকতার এক মামলায় ঢাকা মহানগর উত্তর যুবদল সাবেক সাধারণ সম্পাদক এস এম জাহাঙ্গীরসহ বিএনপির ১১ নেতাকর্মীকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি দণ্ডিত প্রত্যেককে ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ছয় মাস কারাদণ্ড দেন আদালত। বিচারক।
আজ বুধবার (২২ নভেম্বর) বিকেলে ঢাকা মহানগর বিশেষ ট্রাইব্যুনাল ১০ এর বিচারক মো. মামুনুর রহমান ছিদ্দিকী এ রায় ঘোষণা করেন। দণ্ডিত অন্য আসামিরা হলেন- নাসিম আহমেদ অপু, আশরাফুল ইসলাম, মনির হোসেন, মনির হোসেন, এস আই টুটুল, মাহমুদুর রহমান, আউয়াল, শাহাদাৎ হোসেন, ইঞ্জিনিয়ার ফখরুল ইসলাম ও ডা. শাহীন ওরফে ইহতিশামুল হক। আসামিদের মধ্যে এসএম জাহাঙ্গীর কারাগারে আছেন। তাকে সাজা পরোয়ানা দিয়ে কারাগারে পাঠানো হয়। বাকি আসামিরা পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় ৩৮ জনকে খালাস দেওয়া হয়েছে।
মামলা সূত্রে জানা গেছে, ২০১৩ সালের ২৬ নভেম্বর সকাল সাড়ে ৮ টার দিকে ১৮ দলীয় জোটের ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচির অংশ হিসেবে বিএনপি-জামায়াতের ৩০০/৪০০ নেতাকর্মী রাজধানীর আজমপুর রেলগেট কাঁচাবাজার এলাকায় কেয়ারপয়েন্ট হাসপাতালের সামনের রাস্তায় পুলিশের উদ্দেশ্য ইটপাটকেল ও ককটেল নিক্ষেপ করেন। এ সময় তারা জনমনে ভীতি ছড়ানোর জন্য রাস্তায় থাকা মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেন।
ওই ঘটনার দিনই উত্তরা পশ্চিম থানায় উপ-পরিদর্শক এস্কেন্দার আলী শেখ বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এরপর মামলাটি তদন্ত করে ২০১৪ সালের ২০ এপ্রিল চার্জশিট দাখিল করেন। মামলাটিতে ১৯ জন সাক্ষী দিয়েছেন।