নিখোঁজের ৫ দিন পর অটো চালকের মরদেহ উদ্ধার

প্রকাশিত: ৩:২৯ অপরাহ্ণ, মার্চ ১১, ২০২৫

মানিকগঞ্জ প্রতিনিধি:

 

মানিকগঞ্জের সিংগাইরে নিখোঁজের ৫ দিন পর এক অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১১ মার্চ) উপজেলার সিংগাইর পৌরসভার দক্ষিণ আজিমপুর এলাকার ভুট্টা ক্ষেতে থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

সিংগাইর থানার ইন্সপেক্টর (তদন্ত) স্বপন কুমার সরকার এই তথ্য নিশ্চিত করেন। নিহত ৪৫ বছর বয়সী আবুল হোসেন ওই উপজেলার আজিমপুর এলাকার মৃত হাসেম আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত আবুল হোসেন শুক্রবার দুপুরে বাড়ি থেকে বের হয়। ঔ দিন বাড়ি না ফেরায় বাড়ির লোকজন বিভিন্ন জায়গা খোঁজাখুঁজি করতে থাকে। পরবর্তীতে সোমবার সিংগাইর থানা জিডি করে তার পরিবার।

স্থানীয়রা মঙ্গলবার উপজেলার দক্ষিণ আজিমপুর এলাকার রিয়াজুল ইসলামের ভুট্টা ক্ষেতে মরদেহ দেখতে পায়। মরদেহটি দেখে থানা পুলিশকে অবগত করলে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে। পরবর্তীতে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজের হাসপাতালে মরদেহটি পাঠানো হয়।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জে.ও.এম তৌফিক আজম বলেন, খবর পেয়ে মরদেহটি উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।