নিজেদের দল ভেঙে বিভিন্ন নামে নির্বাচনে অংশ নেবে বিএনপি: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: ৬:১০ অপরাহ্ণ, নভেম্বর ২৩, ২০২৩
সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক:

নিজেদের দল ভেঙে বিভিন্ন নাম দিয়ে নির্বাচনে অংশ নেবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এ সময় তিনি নির্বাচনের জন্য চাপ দেওয়া হচ্ছে না বলেও জানিয়ে দেন।

আজ বৃহস্পতিবার (২৩ নভেম্বর) স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস। সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

সাক্ষাতে বাংলাদেশে অবস্থানকারী জাতিসংঘের কর্মকর্তাদের নিরাপত্তা, অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনে বিএনপির অংশগ্রহণসহ নানা বিষয়ে আলোচনা হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস।

জাতিসংঘের আবাসিক প্রতিনিধির সঙ্গে সাক্ষাৎকালে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, নির্বাচন কমিশন বিএনপিকে নির্বাচনে অংশ নিতে বারবার আহ্বান জানানো হচ্ছে। নিজেদের দল ভেঙে বিভিন্ন নামে নির্বাচনে অংশও নিচ্ছে বিএনপি।

  • ‘জনগণের নিরাপত্তা দেওয়াই
    আমাদের কাজ’
    – আসাদুজ্জামান খান কামাল
    স্বরাষ্ট্রমন্ত্রী

এ সময় আলোচনার ব্যাপারে সাংবাদিকদেরকে মন্ত্রী বলেন, ‘আমাদের মধ্যে খুবই সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়েছে। বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক প্রতিনিধি জাতিসংঘসহ অন্যান্য বিদেশি কূটনীতিকদের নিরাপত্তায় আমাদের পদক্ষেপের ব্যাপারে জানতে চেয়েছিলেন। আমরা বলেছি, জনগণের নিরাপত্তা দেওয়াই আমাদের কাজ। পাশাপাশি বিদেশি যারা আছেন, তাদের নিরাপত্তাকে অগ্রাধিকার দিয়েই ব্যবস্থা নিচ্ছি।’

তিনি আরও বলেন, ‘আমরা এটা বলেছি যে, যদি আপনারা মনে করেন আপনার নিরাপত্তা আরও বাড়াতে হবে, তাহলে আমাদের জানালেই সেই বিষয়টি বিবেচনা করব। পররাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করে আমাদের কাছে সেটির একটি অনুলিপি দিলেই আমরা পদক্ষেপে নেবো।’

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বিদেশি কূটনীতিকদের নিরাপত্তায় বাংলাদেশের নিরাপত্তা বাহিনী সবসময় সজাগ থাকবে, যাতে কোনো কেউ কোনো রকম নাশকতা কিংবা ভীতিকর পরিস্থিতি তৈরি করতে না পারে। বিদেশি কূটনীতিকরা মুক্তভাবে চলাচল করতে পারবে কি না, জানতে চাইলে আমরা বলেছি, যেখানেই যেতে চান, যেতে পারেন। যদি তিনি মনে করেন, সহযোগিতার দরকার আছে আমাদের জানালেই আমরা সেটা করবো।’

আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘আমরা তাকে বলেছি, বাংলাদেশে নির্বাচন আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়ে থাকে, সবখানে আপনি দেখবেন সবাই উৎসুকভাবে অপেক্ষা করছেন। যখন থেকে প্রচার-প্রচারণা শুরু হবে, তখন থেকে ঢাক-ঢোল পিটিয়ে মিছিল দেখতে পাবেন। এটা কেবল বাংলাদেশই না, পুরো উপমহাদেশেই এমনটি ঘটে আসছে।’

বিএনপির নির্বাচনে অংশ নেওয়া এবং বিএনপির সিনিয়ার নেতা ফখরুলের জামিন প্রসঙ্গে জাতিসংঘের আবাসিক প্রতিনিধির প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘আদালতে বিচারাধীন বিষয়ে সরকারের কোন প্রভাব রাখছে না। বিএনপিকে নির্বাচন কমিশন নির্বাচনে অংশ নিতে বারবার আহবান জানাচ্ছে। বিএনপি ভেঙ্গে বিভিন্ন নামে নির্বাচনে অংশ নিচ্ছে। অধিকাংশ দলই নির্বাচনে অংশ নেবে। জোর করে সন্ত্রাস দিয়ে জ্বালাও-পোড়াও করে ক্ষমতায় আসা যাবে না। ক্ষমতায় আসতে গেলে নির্বাচনে অংশ নিতে হবে।’