নিরপেক্ষ ভূমিকা পালন করতে পারছে না অন্তর্র্বতী সরকার: মির্জা ফখরুল
নিজেস্ব প্রতিবেদক:
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আমরা দেখছি, কিছু বিষয়ে অন্তর্র্বতীকালীন সরকার নিরপেক্ষ ভূমিকা পালন করতে পারছেন না। তাই অনুরোধ করবো, প্রত্যাশা করবো যেন অন্তর্র্বতী সরকার নিরপেক্ষ ভূমিকা পালন করে।’ বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে শহীদ আসাদের ৫৬তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, আমি এক সাংবাদিকের প্রশ্নের জবাবে বলেছি, নির্বাচনের সময়ে একটি নিরপেক্ষ সরকার দরকার আছে। আমরা দেখছি কিছু বিষয়ে অন্তর্র্বতীকালীন সরকার নিরপেক্ষ ভূমিকা পালন করতে পারছেন না। তাই অনুরোধ করবো, প্রত্যাশা করবো, আমরা আশা করি, অন্তর্র্বতী সরকার নিরপেক্ষ ভূমিকা পালন করবে। দেশে যে সংকট আছে সে সংকট থেকে মুক্ত করার জন্য দায়িত্ব পালন করবেন।’
নির্বাচন থেকে আমরা প্রায় ১৫ বছর বঞ্চিত উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, এই নির্বাচনের মাধ্যমে জনগণ তাদের একজন প্রতিনিধি নিয়োগের সুযোগ পাবেন। এখন জোর করে যদি বিষয়টাকে বিতর্কিত করে ফেলা হয় তাহলে জনগণ আবার তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত হবে। আমরা আমাদের অভিজ্ঞতা থেকে দেখেছি, এই ধরনের নির্বাচন যদি দ্রুত না করা হয়, সময়ক্ষেপণ করা হয়, তাহলে সেখানে অন্যান্য শক্তিগুলো মাথাচাড়া দিয়ে উঠতে থাকে। তারপর জনগণের যে চাহিদা সেই চাহিদা থেকে পুরোপুরিভাবে বঞ্চিত হয়।
মির্জা ফখরুল বলেন, আমরা এই কথাটা বারবার বলতে চাই, এখন যে অন্তর্র্বতী সরকার আছে সে সরকারের কাছে আমাদের প্রত্যাশা অনেক। স্বাভাবিকভাবেই একটি ছাত্রগণঅভ্যুত্থানের পরে জণগণের প্রত্যাশা অনেক বেড়েছে। কিন্তু দুর্ভাগ্যজনকজনক হলেও সত্য, এখন পর্যন্ত যে অবস্থা দাঁড়িয়েছে সেখানে আমরা নিশ্চিত হতে পারছি না বেশি যে, প্রত্যাশাগুলো পূরণ হবে।
তিনি বলেন, এখানে অনেক কথা আছে। প্রত্যেকটি রাজনৈতিক দলের বিভিন্ন রকমের প্রোগ্রাম আছে, কর্মসূচি আছে, সে কর্মসূচিগুলোতে সবাই একটা জায়গায় একমত, একটা নির্বাচন হওয়া দরকার। নির্বাচন শুধু একটি দলকে ক্ষমতায় পাঠানোর জন্য না, নির্বাচনটি একটি গণতান্ত্রিক ব্যবস্থায় যাওয়ার জন্য একটি পথ সৃষ্টি করা।