নোয়াখালীতে জামায়াতের মিছিল, বিএনপির ভাঙচুর-অগ্নিসংযোগ
নিউজ পোস্ট বিডি নিউজ পোস্ট বিডি
নিউজ পোস্ট বিডি
নোয়াখালী প্রতিনিধি:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর নোয়াখালী জেলা শহরে ঝটিকা মিছিল করেছে জামায়াত। দোকান, গাড়ি ভাঙচুরসহ রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছেন বিএনপির নেতাকর্মীরা। আজ বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় জেলা জামে মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে জামায়াত। বিষয়টি নিউজ পোস্টকে নিশ্চিত করেছেন জেলা জামায়াতের আমির ইসহাক খন্দকার।
এছাড়া তফসিল ঘোষণার প্রতিবাদে সদরের মাইজদী রশিদ কলোনিতে দোকানপাট ও বাসস্ট্যান্ডে গাড়ি ভাঙচুর, ফেনী-চৌমুহনী আঞ্চলিক মহাসড়কের বেগমগঞ্জের জমিদারহাটে রাস্তায় টায়ার জ্বালিয়ে ও বাংলা বাজারা ককটেল বিস্ফোরণ করে প্রতিবাদ জানান বিএনপির কর্মীরা।
জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আবু হাসান মো. নোমান নিউজ পোস্টকে বলেন, একতরফা তফসিল ঘোষণা করে জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে আওয়ামী লীগ। তাদের পতন হওয়ার আগ পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। কেন্দ্রঘোষিত কর্মসূচি পালনে আমাদের কর্মীরা প্রস্তুত রয়েছেন।
বেগমগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ারুল ইসলাম নিউজ পোস্টকে বলেন, বিএনপির কর্মীরা রাস্তায় টায়ার জ্বালিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টির চেষ্টা করেন। পুলিশ গিয়ে রাস্তায় যানচলাচল স্বাভাবিক করে। এছাড়া বিভিন্ন পাড়া-মহল্লায় বিক্ষিপ্তভাবে ককটেলের আওয়াজ শোনা গেছে।
সুধারাম মডেল থানার ওসি মীর জাহেদুল হক রনি বলেন, তফসিল ঘোষণার আগ থেকে আমরা শহরে আছি। জামায়াতের মিছিলের খবর শুনে পুলিশ পাঠানো হয়েছে। শহরের গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।