![‘পরিকল্পিত অগ্নিকাণ্ডে’ প্রাণে বাঁচলো কাফির পরিবার](https://www.newspostbd.com/wp-content/uploads/2025/02/106-1.jpg)
পটুয়াখালী প্রতিনিধি:
পটুয়াখালীর কলাপাড়ায় কনটেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফির গ্রামের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় তার মা-বাবাসহ পরিবারের ছয় সদস্য ঘরের ভেতরেই আটকা পড়েছিলেন।মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দিবাগত রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। যা ‘পরিকল্পিত’ বলে অভিযোগ করেছেন কাফি।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার রজপাড়া গ্রামে কাফির বাড়িতে হঠাৎ আগুন লাগে। এ সময় পরিবারের সদস্যরা ঘুমিয়ে ছিলেন। বাড়ির দরজা বাইরে থেকে আটকানো থাকায় সবাই ঘরের ভেতরেই আটকা পড়েন।
অগ্নিকাণ্ডের সময় ঘরে অবস্থান করছিলেন কাফির বাবা এবিএম হাবিবুর রহমান (৫৯), মা হাসিনা বেগম (৫৪), বড় ভাই নুরুল্লাহ আল মামুন (৩১), ভাইয়ের স্ত্রী আনিছা আক্তার (২৫), ভাইয়ের ছেলে নুরুল হুদা আলভি (৪) এবং মাত্র দুই মাস বয়সী নবজাতক উম্মে হানি। কাফির বাবা ধোঁয়া দেখে প্রথমে আগুনের বিষয়টি বুঝতে পারেন। পরে ঘরের দরজা ভেঙে কোনোরকমে বাইরে এসে প্রাণে রক্ষা পান।
নুরুজ্জামান কাফির বাবা এবিএম হাবিবুর রহমান বলেন, আমাদের পুড়িয়ে মারার জন্যই এভাবে দরজা আটকে বাইরে থেকে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। আমরা কোনোরকমে দরজা ভেঙে বের হতে পেরেছি, কিন্তু ঘরের সবকিছু পুড়ে গেছে। আমাদের সব শেষ হয়ে গেছে।
কাফির বড় ভাই নুরুল্লাহ আল মামুন বলেন, আমার ছোট ছোট দুটি বাচ্চা, একজনের বয়স মাত্র দুই মাস। আমরা অল্পের জন্য প্রাণে বেঁচেছি। আল্লাহ আমাদের রক্ষা করেছেন।
কাফির প্রতিবেশী ওয়ালি উল্লাহ ইমরান বলেন, এটি পরিকল্পিত হামলা। জানালার বাইরে থেকে ছিটকিনি লাগানো ছিল। ফলে ঘরের কেউ সহজে বের হতে পারেননি। শেষ মুহূর্তে দরজা ভেঙে সবাই বের হতে বাধ্য হন। আমরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার চাই।
এ বিষয়ে কলাপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আলী আহম্মেদ বলেন, ঘটনাটি আমরা গুরুত্বের সঙ্গে তদন্ত করছি। তদন্ত সাপেক্ষে অপরাধীদের অবশ্যই আইনের আওতায় আনা হবে।
এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবার প্রশাসনের কাছে দ্রুত তদন্ত ও দোষীদের বিচারের দাবি জানিয়েছে।