বিনোদন ডেস্ক:
‘ভালোবাসায় আদরে’ ও ‘তাহার নামটি মায়া’-এর পর ইয়াশ রোহান ও তানজিম সাইয়ারা তটিনীকে আবারও দেখা যাবে ‘কি মায়ায় জড়ালে’ নামে নতুন নাটকে। ছোটপর্দার জনপ্রিয় জুটির অভিয়ন সফরে এবার সঙ্গী হয়েছেন নন্দিত কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি এবং শিল্পী ও সংগীতায়োজক শাহরিয়ার মার্সেল।
ক্যামেরার সামনে দাঁড়িয়ে নয়, নেপথ্য শিল্পী হিসেবেই ইয়াশ-তটিনীর এ নাটকে যুক্ত হয়েছেন তারা। দ্বৈত কণ্ঠে গেয়েছেন নাটকের শিরোনাম গানটি। তরিক তুহিনের গীতিকথা থেকে গানের সুর ও সংগীতায়োজন করেছেন মার্সেল নিজেই।
এ আয়োজন নিয়ে তিনি বলেন, ‘নিয়মিত নতুন গান তৈরি করছি। তারপরও ‘কি মায়ায় জড়ালে’ গানের প্রতি আছে বাড়তি ভালো লাগা। কারণ, এ আয়োজনের সুবাদেই অনেক দিন পর প্রিয় শিল্পী ন্যান্সির সঙ্গে দ্বৈত কণ্ঠে গান গাওয়ার সুযোগ হলো। ন্যান্সির গায়কী নিয়ে তো আলাদা করে বলার কিছু নেই, কারণ, অগণিত শ্রোতার প্রিয় শিল্পী তিনি। অনিন্দ্য সুন্দর কণ্ঠ আর অনবদ্য গায়কী দিয়েই তিনি অনুরাগীদের হৃদয় জয় করেছেন। তাই ন্যান্সিকে সহশিল্পী হিসেবে পাওয়া সবসময়ই অন্যরকম আনন্দের।’
মার্সেল আরও বলেন, ‘কাহিনি ও অভিনয় শিল্পীদের বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করেই নাটক, সিনেমায় গান তৈরি হয়। পরিচালক রাফাত মজুমদার রিংকুর এ নাটকেও এর ব্যতিক্রম হয়নি। ইয়াশ-তটিনী জুটির গল্পকে কেন্দ্র করেই ‘কি মায়ায় জড়ালে’ গানটি তৈরি করা। আশা করছি, ন্যান্সি ও আমার এ দ্বৈত গানটি অনেকের ভালো লাগবে।’
শিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি জানান, দুই বছর আগে মার্সেলের সঙ্গে একটি নাটকে প্লেব্যাক করেছিলেন। সে সুবাদেই এ শিল্পী ও সুরকার কতটা সম্ভাবনায় তা জানার সুযোগ হয়েছিল। তার চেয়ে বড় বিষয়, তাদের গাওয়া ‘এ হৃদয়’ শিরোনামে গানটি অনেকেই পছন্দ করেছিলেন। সে সূত্রেই আরও একবার মার্সেলের সঙ্গে গান গাওয়া। ন্যান্সি ও মার্সেলের পাশাপাশি ‘কি মায়ায় জড়ালে’ নাটকের শীর্ষ সংগীত নিয়ে আশার কথা শুনিয়েছেন নির্মাতা রাফাত মজুমদার রিংকুসহ নাটকের অভিনয় শিল্পীরা।
এদিকে নাটক ও ওয়েব সিরিজের পাশাপাশি বিভিন্ন শিল্পীর একক ও দ্বৈত গানের সংগীতায়োজন নিয়ে ব্যস্ত সময় পার করছেন শাহরিয়ার মার্সেল। যার কিছু গানে নিজেও কণ্ঠ দিয়েছেন।
অন্যদিকে বিরতি ভেঙে প্লেব্যাকের পাশাপাশি নানা ধরনের গানে কণ্ঠ দিয়ে যাচ্ছেন ন্যান্সি। শিগগিরই প্রকাশ পেতে যাচ্ছে শিল্পী শাহরিয়ার রাফাত ও রেহান রসুলের দুটি আলাদা ভার্সনে রেকর্ড করা দ্বৈত গান ‘ধরিনি কারও হাত’। দেবাশীষ ঘোষের কথা ও সুরের এ গানের সংগীতায়োজন করেছেন শিল্পী শাহরিয়ার রাফাত নিজে। গানটি প্রকাশ করছে কানামাছি ড্রামা মিউজিক।