পাঁচ দলের ঝুলিতে সমান আট পয়েন্ট, আইপিএলে চলছে জমাট লড়াই

প্রকাশিত: ৩:২১ অপরাহ্ণ, এপ্রিল ১৬, ২০২৫

ক্রীড়া ডেস্ক :

লো-স্কোরিং ম্যাচ। ঠিক এতটাই লো-স্কোরিং, পাঞ্জাব কিংসকে জিততে হয়েছে আইপিএল ইতিহাসে সর্বনিম্ন পুঁজির রান নিয়ে। ১১২ রানের টার্গেট মুল্লানপুরে পার করতে পারেনি কলকাতা নাইট রাইডার্স। গেল আসরের চ্যাম্পিয়নরা এবারে নেই চেনা ছন্দে। পাঞ্জাব কিংসের কাছে হেরে আইপিএলের পয়েন্ট টেবলে আরও এক ধাপ নেমে গেল তিনবারের চ্যাম্পিয়নরা।

অন্য দিকে, ঘরের মাঠে দুর্দান্ত এক জয়ের পর প্লে-অফের দৌড়ে নিজেদের আবার উঠিয়ে আনল শ্রেয়াশ আইয়ারের পাঞ্জাব কিংস। পয়েন্ট টেবলের প্রথম তিনটি জায়গায় অবশ্য প্রভাব ফেলতে পারেনি কলকাতা-পাঞ্জাব ম্যাচের ফলাফল। তবে এই ম্যাচের পর বেশ জমে উঠেছে পয়েন্ট টেবিল। বর্তমানে আইপিএলের পয়েন্ট টেবিলে ৫ দলের সংগ্রহ ৮ পয়েন্ট!

পয়েন্ট টেবলের শীর্ষে রয়েছে গুজরাট টাইটান্স। শুভমন গিলের দল ছয় ম্যাচ খেলে চারটিতে জয় পেয়েছেন। পয়েন্ট ৮। তাদের নেট রান রেট ১.০৮১। দ্বিতীয় স্থানে রয়েছে দিল্লি ক্যাপিটালস। অক্ষর প্যাটেলের দলের পাঁচ ম্যাচে চার জয়। পয়েন্ট ৮। দিল্লির নেট রান রেট ০.৮৯৯।
তৃতীয় স্থানে রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ছয় ম্যাচে চারটি জয় আরসিবির। পয়েন্ট ৮। তাদের নেট রান রেট ০.৬৭২। এরপরেই গতকালের ম্যাচের জয়ী দল পাঞ্জাব কিংস। কলকাতার বিপক্ষে জয়ের পর চতুর্থ স্থানে উঠে এলেন শ্রেয়াশ আইয়ারের দল। পাঞ্জাব কিংসও ছয়টি ম্যাচ খেলে চারটিতে জয় পেয়েছে। পয়েন্ট ৮। নেট রান রেট ০.১৭২।

পাঞ্জাবের জয়ে পয়েন্ট তালিকায় পঞ্চম স্থানে নেমে গিয়েছেন ঋষভ পান্তের লখনৌ সুপার জায়ান্টস। সাতটি ম্যাচ খেলে চারটিতে জয় পেয়েছে তারা। পয়েন্ট ৮। লখনৌ’র নেট রান রেট ০.০৮৬।

ষষ্ঠ স্থানে কলকাতা নাইট রাইর্ডাস। সাতটি ম্যাচ খেলে তিনটি জয় রাহানেদের। পয়েন্ট ৬। সপ্তম স্থানে রয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। হার্দিক পান্ডিয়ার দল ছয় ম্যাচ খেলে দু’টি ম্যাচ জিতেছেন। তাদের পয়েন্ট ৪। নেট রান রেট ০.১০৮। অষ্টম স্থানে রয়েছেন সঞ্জু স্যামসনের রাজস্থান রয়্যালস। তারাও দু’টি জিতেছে। পয়েন্ট ৪। রাজস্থানের নেট রান রেট -০.৮৩৮।

পয়েন্ট তালিকায় শেষ দু’টি স্থানে রয়েছে যথাক্রমে সানরাইজার্স হায়দরাবাদ এবং চেন্নাই সুপার কিংস। নবম স্থানে থাকা হায়দরাবাদ ছয় ম্যাচ খেলে দুই ম্যাচে জয় পেয়েছে। প্যাট কামিন্সের দলের পয়েন্ট ৪। তাদের নেট রান রেট -১.২৪৫। দশম স্থানে থাকা চেন্নাই সাতটি ম্যাচ খেলে দুইটি জিতেছে। মহেন্দ্র সিংহ ধোনিদের পয়েন্ট ৪। নেট রান রেট -১.২৭৬।