পাকিস্তান: বেলুচিস্তানের সঙ্গে সকল ধরনের ট্রেন চলাচল বন্ধ

প্রকাশিত: ১২:১০ অপরাহ্ণ, মার্চ ১২, ২০২৫

ডেস্ক রিপোর্ট:

পাকিস্তানের বেলুচিস্তান অঞ্চলে চার শতাধিক যাত্রী বহনকারী একটি ট্রেনে হামলা চালিয়েছে সশস্ত্র জঙ্গিরা। জিম্মি যাত্রীদের মধ্য থেকে শিশুসহ দেড় শতাধিক মানুষকে উদ্ধার করা হয়েছে।

এছাড়া নিরাপত্তা বাহিনীর অভিযানে হামলাকারী সশস্ত্র গোষ্ঠী বালুচ লিবারেশন আর্মির (বিএলএ) কমপক্ষে ২৭ সদস্য নিহত হয়েছে বলে স্থানীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হচ্ছে।

নিরাপত্তা বাহিনীর অভিযান এখনও চলছে এবং এমন অবস্থায় বেলুচিস্তান থেকে এবং অভিমুখে সকল ধরনের ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। বুধবার (১২ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন।এর আগে বেলুচিস্তানের বোলান জেলায় সন্ত্রাসীরা জাফর এক্সপ্রেসে হামলা চালিয়ে নারী ও শিশুসহ যাত্রীদের জিম্মি করে। নিরাপত্তা সূত্রের মতে, ৪০০ জনেরও বেশি যাত্রী নিয়ে ৯ টি বগিতে ট্রেনটি কোয়েটা থেকে খাইবার পাখতুনখাওয়ার রাজধানী পেশোয়ার যাওয়ার পথে হামলার শিকার হয়।

দ্য ডন বলছে, জাফর এক্সপ্রেসে সন্ত্রাসী হামলার পর মঙ্গলবার পাকিস্তান রেলওয়ে (পিআর) পাঞ্জাব ও সিন্ধু থেকে বেলুচিস্তান এবং বেলুচিস্তান থেকে পাঞ্জাব ও সিন্ধু পর্যন্ত তাদের সম্পূর্ণ কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করেছে।

পাকিস্তান রেলওয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা আমির আলী বালুচ দ্য ডনকে বলেন, যতক্ষণ না নিরাপত্তা ও আইন প্রয়োগকারী সংস্থাগুলো ওই এলাকাটি খালি করা হয়েছে বলে তাদের অবহিত করে এবং বেলুচিস্তানের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হয়েছে, ততক্ষণ পর্যন্ত যাত্রী ও মালবাহী ট্রেন চলাচল বন্ধ থাকবে।

তিনি বলেন, “আমরা নিরাপত্তা সংস্থাগুলোর সাথে যোগাযোগ করছি … তবে এই মুহূর্তে ঘটনাস্থলে ঠিক কী ঘটছে তা আমি জানাতে পারছি না”। এসময় ট্রেনের সমস্ত যাত্রী, ক্রু সদস্য এবং সংশ্লিষ্ট অন্যান্যদের নিরাপত্তার জন্য প্রার্থনা করেন তিনি।

পাকিস্তান রেলওয়ের এই কর্মকর্তা বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুরোধে রেলওয়ে দলগুলো সিবি থেকে নিরাপত্তা বাহিনীর কর্মকর্তাদের যেখানে হামলাটি ঘটেছে সেখানে নিয়ে যাওয়ার জন্য একটি বিশেষ ট্রেনের ব্যবস্থাও করেছে।

এদিকে, জাফর এক্সপ্রেস (ডাউন) ট্রেনটি মঙ্গলবার বিকেল ৫:৩০ টার দিকে লাহোর থেকে ছেড়েছে এবং সুক্কুর/রোহরিতে গিয়ে যাত্রা শেষ করবে। লাহোরের ডেপুটি স্টেশন ম্যানেজার মুহাম্মদ আসিফ দ্য ডনকে বলেন, “নিরাপত্তা পরিস্থিতি ভালো না হওয়ায় এটি কোয়েটার দিকে আর অগ্রসর হবে না।”

তিনি বলেন, কম রিজার্ভেশনের কারণে দুটি ট্রেন — শাহ হুসেন এক্সপ্রেস এবং পাক বিজনেস ট্রেন — বাতিল করেছে পাকিস্তান রেলওয়ে। তিনি বলেন, “যারা এই ট্রেনগুলোর জন্য বুকিং কনফার্ম করেছিলেন তাদের কারাকোরাম এবং করাচি এক্সপ্রেস ট্রেনে ভ্রমণের ব্যবস্থা করা হয়েছে।”