পানিতে ডুবে পবিপ্রবি শিক্ষার্থীর মৃত্যু, চিকিৎসকের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ

সানজিদা মাহবুবা:
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) হুসাইন মোহাম্মদ আশিক নামে এক শিক্ষার্থী পানিতে ডুবে প্রাণ হারিয়েছেন। সোমবার (১৪ এপ্রিল) দুপুরে বিশ্ববিদ্যালয়সংলগ্ন জনতা কলেজের পুকুরে গোসল করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।
মৃত আশিক কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার তালুক সুবল গ্রামের বাসিন্দার নুর আলম সরদারের ছেলে এবং পবিপ্রবি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের ২০২৩-২৪ সেশনের শিক্ষার্থী।
জানা যায়, কয়েকজন বন্ধু মিলে বিশ্ববিদ্যালয়সংলগ্ন জনতা কলেজ পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে আহত হলে আশিককে দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে পটুয়াখালী সদর হাসপাতালে রেফার্ড করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
শিক্ষার্থীদের অভিযোগ, হাসপাতালে পৌঁছানোর প্রায় ৪৫ মিনিট পর চিকিৎসক রোগী দেখতে আসেন। এর মধ্যেই আশিকের মৃত্যু হয়।
বিশ্ববিদ্যালয়ের একই সেশনের শিক্ষার্থী মো. সাকিব বলেন, “সময়ে চিকিৎসা পেলে আমার বন্ধুর এমন মর্মান্তিক মৃত্যু হতো না। চিকিৎসকের গাফিলতির কারণেই আমরা তাকে হারালাম।”
এ ঘটনায় শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করে হাসপাতাল চত্বরে বিক্ষোভ শুরু করে এবং পটুয়াখালী সিভিল সার্জন ডা. মো. খালেদুর রহমান মিয়াকে আহ্বায়ক করে আট সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও কমিটির সদস্য প্রফেসর আবুল বাশার খান জানান, ঘটনাটি খুবই দুঃখজনক। আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছি। তদন্তে কারও গাফিলতি প্রমাণিত হলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।