পাবনা-ঢাকা সরাসরি ট্রেন চলাচল শুরু সেপ্টেম্বরেই: এখন শুধু উদ্বোধনের দিনক্ষণের অপেক্ষায়

প্রকাশিত: ৯:২২ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১৭, ২০২৩

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি:

পাবনা থেকে ঢাকা সরাসরি আন্তঃনগর ট্রেন চলাচল শুরু হচ্ছে চলতি মাসের সেপ্টেম্বরেই। আগামী ২৪ থেকে ৩০ সেপ্টেম্বরের মধ্যে যেকোনো দিন পাবনা-ঢাকা সরাসরি ট্রেন চলাচল উদ্বোধন করা হবে। এখন শুধু রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রীর অনুমতি ও সময় দেওয়ার অপেক্ষার পালা। আজ রোববার (১৭ সেপ্টেম্বর) সকালে নিউজ পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন পাকশী বিভাগীয় রেলওয়ে ম্যানেজার (ডিআরএম) শাহ সূফি নূর মোহাম্মদ।

পাকশী রেলওয়ে বিভাগীয় পরিবহন কার্যালয় সূত্র জানায়, পাবনা থেকে বঙ্গবন্ধু সেতু হয়ে ঢাকায় সরাসরি এ ট্রেন চলাচল করবে। পাবনা স্টেশন থেকে সকাল ৮টা ১৫ মিনিটে ছেড়ে কমালপুর রেলওয়ে স্টেশনে পৌঁছাবে দুপুর ২টা ১৫ মিনিটে। চাহিদা অনুযায়ী এ ট্রেনে ১২ থেকে ১৪টি যাত্রীবাহী কোচ সংযুক্ত করা হবে। অন্য আন্তঃনগর ট্রেনের মতো থাকবে শোভন চেয়ার, এসি চেয়ার ও কেবিন।

পাকশী বিভাগীয় রেলওয়ে পরিবহন কর্মকর্তা আনোয়ার হোসেন নিউজ পোস্টকে বলেন, চলতি মাসের শেষ সপ্তাহে পাবনা-ঢাকা রুটে নতুন আন্তঃনগর ট্রেন চলাচল শুরু হবে। এখন পর্যন্ত ট্রেনের নাম নির্ধারণ করা হয়নি। ট্রেনটি কোন কোন স্টেশনে স্টপেজ থাকবে সেটাও এখনো ঠিক করা হয়নি।

পাবনা শহীদ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ও প্রেস ক্লাবের সাবেক সভাপতি প্রফেসর শিবজিত নাগ নিউজ পোস্টকে বলেন, পাবনা থেকে ঢাকায় সরাসরি রেল যোগাযোগের দাবি পাবনাবাসীর দীর্ঘদিনের। পাবনার কৃতী সন্তান মো. সাহাবুদ্দিন রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর ১৬ মে পাবনায় প্রথম এসেই নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে পাবনা-ঢাকা সরাসরি আন্তঃনগর ট্রেন চলাচলের ঘোষণা দেন। তার ঘোষণা অনুযায়ী সেপ্টেম্বর মাসের মধ্যে পাবনা-ঢাকা সরাসরি ট্রেন চলাচল শুরু হচ্ছে। এর চেয়ে আনন্দের খবর পাবনাবাসীর জন্য আর কী হতে পারে।

 

পাবনা জেলা আওয়ামী লীগের সভাপতি রেজাউল রহিম লাল নিউজ পোস্টকে বলেন, আমরা শুনেছি সেপ্টেম্বরের মধ্যেই পাবনা-ঢাকা ট্রেন চলাচল শুরু হবে। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ট্রেন চলাচলের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। এখন পর্যন্ত উদ্বোধনের দিনক্ষণ নির্ধারণ হয়নি। রাষ্ট্রপতির হাত ধরে পাবনা-ঢাকা সরাসরি ট্রেন চলাচলের পাশাপাশি পাবনার অসমাপ্ত উন্নয়ন কর্মকাণ্ড আলোর মুখ দেখবে। আমি পাবনার একজন সন্তান হিসেবে পাবনা-ঢাকা সরাসরি ট্রেন চলাচলের দিনটি দেখার অপেক্ষায়। সত্যিই আমরা আনন্দিত ও গর্বিত।

এ প্রসঙ্গে পাকশী বিভাগীয় রেলওয়ে প্রকৌশলী (ডিএন-২) বীরবল মন্ডল নিউজ পোস্টকে বলেন, ঢাকা-পাবনা রুটে নতুন ট্রেন চালানোর সব প্রস্তুতি শুরু হয়েছে। চলতি মাসের শেষ সপ্তাহের যেকোনো দিন ট্রেন চলাচল শুরু হবে। পাবনা-ঢাকা ট্রেন চলাচলের সব প্রস্তুতি সম্পন্ন করতে পাকশী বিভাগীয় রেলওয়ে কর্মচারী ও কর্মকর্তারা এখন ব্যস্ত সময় পার করছেন।

পাকশী বিভাগীয় রেলওয়ে সহকারী বাণিজ্যিক কর্মকর্তা (উত্তর) এ কে এম নুরুল আলম নিউজ পোস্টকে বলেন, পশ্চিমাঞ্চল রেলওয়ে কার্যালয়, রাজশাহী থেকে আমরা জেনেছি এ মাসের মধ্যেই ট্রেন চলাচল শুরু হবে। তবে কোন কোন স্টেশনে ট্রেন স্টপেজ হবে এবং টিকিটের মূল্য কত হবে তা এখনো নির্ধারণ করা হয়নি। আশা করি দু-একদিনের মধ্যেই পশ্চিমাঞ্চল রেলওয়ে দপ্তর থেকে এসব বিষয়ে নির্দেশনা পেয়ে যাবো।

পাকশী বিভাগীয় রেলওয়ে ম্যানেজার (ডিআরএম) শাহ সূফি নূর মোহাম্মদ নিউজ পোস্টকে বলেন, আগামী ২৪ থেকে ৩০ সেপ্টেম্বরের মধ্যে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন চলাচল উদ্বোধন হবে। মহামান্য রাষ্ট্রপতি পাবনা-ঢাকা সরাসরি ট্রেন চলাচলের ঘোষণা দেওয়ার পর থেকেই রেল বিভাগ বিষয়টি নিয়ে কাজ শুরু করে। ট্রেন চলাচলের সব আনুষ্ঠানিকতা চূড়ান্ত পর্যায়ে। ট্রেনের নাম ও উদ্বোধনের দিন এখনো নির্ধারণ হয়নি। মহামান্য রাষ্ট্রপতি অথবা মাননীয় প্রধানমন্ত্রী যেকোনো একজন পাবনা-ঢাকা ট্রেনের উদ্বোধন করবেন। এখন শুধু উদ্বোধনের দিনক্ষণের অপেক্ষায় পাবনা-ঢাকাবাসী। এ রুটে ট্রেন চলাচল শুরু হলে যোগাযোগের ক্ষেত্রে আর্থ-সামাজিক উন্নয়নের সার্বিক দৃশ্যপট বদলে যাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সৃষ্টি হবে নতুন দিগন্তের সূচনা।