পিটার হাস কোথায় গেছেন সরকার জানে, প্রকাশ করা হবে না: পররাষ্ট্র মন্ত্রণালয়

প্রকাশিত: ৭:২৮ অপরাহ্ণ, নভেম্বর ১৬, ২০২৩

নিজস্ব প্রতিবেদক:

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরিন জানিয়েছেন, ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস কোথায় গেছেন সরকার তা জানে। কিন্তু এ তথ্য কোথাও প্রকাশ করা হবে না বলেও জানান সেহেলী সাবরিন।

আজ বৃহস্পতিবার (১৬ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।

তিনি বলেন, ‘মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস কোথায় গেছেন, সেটা অবগত সরকার। তবে কোথায় গেছেন, সেটা প্রকাশ করা হবে না।’ এ নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সেহেলী সাবরিন বলেন, ‘বাংলাদেশে যেসব বিদেশি রাষ্ট্রদূত আছেন, তারা যখন স্টেশন ত্যাগ করেন জানিয়ে যান। কূটনৈতিক পত্রের মাধ্যমে আমাদের জানান। আবার আমাদের রাষ্ট্রদূতরাও যখন স্টেশন ত্যাগ করেন, হোস্ট কান্ট্রিকে জানিয়ে যান। পিটার হাসে কোথায় গেছেন, এ ব্যাপারে মার্কিন দূতাবাসে গিয়ে জানা যেতে পারে।’

 

সেহেলি সাবরিন বলেন, সম্প্রতি ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে পররাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রী (টু প্লাস টু) পর্যায়ে বৈঠকে বাংলাদেশের নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে। বৈঠকের পরে এক সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্র সচিব এই তথ্য উল্লেখ করেছেন। ওই আলোচনা দুই দেশের নিজস্ব ব্যাপার বলে মনে করে পররাষ্ট্র মন্ত্রণালয়।

তিনি বলেন, ‘আলোচনায় বৃহত্তর বৈশ্বিক, আঞ্চলিক ও উপ-আঞ্চলিক নিরাপত্তা ও ভূ-রাজনৈতিক স্থিতিশীলতার নানান দিক উঠে আসা স্বাভাবিক। আলোচনার বিষয়বস্তু হিসেবে কী আসবে না আসবে তা এই দুই দেশের নিজস্ব ব্যাপার।’

তিনি বলেন, ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যকার পররাষ্ট্র ও প্রতিরক্ষামন্ত্রী পর্যায়ের ‘টু প্লাস টু’ সংলাপের ধারণাগত সূত্রপাত ২০১৭ সালে। পরবর্তীতে ২০১৮ সালের সেপ্টেম্বরে প্রথমবারের মতো এই সংলাপটি অনুষ্ঠিত হয় ভারতের নয়াদিল্লিতে। ‘টু প্লাস টু’ সংলাপটি মূলত ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সার্বিক দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়াবলি আলোচনার একটি প্ল্যাটফর্ম হিসেবে পরিচিত। ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে অনুষ্ঠিত এই সংলাপে রাজনৈতিক, অর্থনৈতিক, নিরাপত্তা সংশ্লিষ্ট নানান বিষয় নিয়ে বিশদ আলোচনা হয়।