পিটার হাসকে নিয়ে নৈশভোজ করা প্রগতি ইনস্যুরেন্সের চেয়ারম্যান এম. আলতাফকে গ্রেফতার
নিউজ পোস্ট বিডি নিউজ পোস্ট বিডি
নিউজ পোস্ট বিডি
নিজস্ব প্রতিবেদক:
প্রগতি ইনস্যুরেন্স লিমিটেডের চেয়ারম্যান সৈয়দ এম. আলতাফ হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিরাত দিবাগত রাত পৌনে ১টার দিকে গুলশানের বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গুলশান থানার পরিদর্শক (অপারেশনস) মো. আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, পুরোনো একটি নাশকতার মামলায় আলতাফ হোসেনকে গ্রেফতার দেখানো হয়েছে। ওই নাশকতার ঘটনায় তার সম্পৃক্ততা পাওয়া গেছে।
আজ রোববার সকালে আলতাফ হোসেনকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে পাঠানো হয়েছে।
বুধবার (২৫ অক্টোবর) প্রগতি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির পরিচালক সৈয়দ এম আলতাফ হোসাইনের উদ্যোগে নৈশভোজে উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস ও বিএনপির কেন্দ্রীয় নেতারা। সেই নৈশভোজে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সংসদ সদস্য ও ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদ। নৈশভোজে পিটার হাসের সঙ্গে রাজনীতিবিদ ছাড়াও গণমাধ্যমের সম্পাদক, আইনজীবী, ব্যবসায়ী, বিদেশি কূটনীতিক, বিভিন্ন ব্যাংক এবং বহুজাতিক কোম্পানির শীর্ষ কর্মকর্তারা অংশ নেন।