ক্রীড়া ডেস্ক :
বিশ্বকাপে ফেবারিট হিসেবে ভারতে পা রাখলেও চরম ব্যর্থ হয়ে প্রথম আসর থেকেই বিদায় নিয়েছে পাকিস্তান। এই প্রথম বিশ্বকাপের মঞ্চে পাঁচ বার হারল বাবর আজমের দল। এককথায় আত্মবিশ্বাস তলানিতে ঠেকেছে বাবর আজমদের। আর তারপর থেকেই দেশটির ক্রিকেট মহল গরম।
দৈনিক ইত্তেফাকের সর্বশেষ খবর পেতে এড়ড়মষব ঘবংি অনুসরণ করুন
ইতিমধ্যে পদত্যাগ করেছে দলের প্রধান নির্বাচক ইনজামাম উল হক ও দলের প্রোটিয়া পেস বোলার কোচ মর্নে মরকাল। এবার জানা যাচ্ছে পুরো বোর্ডেই আসতে চলেছে পরিবর্তন।
পাকিস্তানের বিভিন্ন গণমাধ্যমের সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই সাবেক পাক তারকা ক্রিকেটারদের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সচিব জাকা আশরাফ। সাবেক খেলোয়াড়দের তালিকায় রয়েছেন সোহেল তানভীর, ওয়াহাব রিয়াজ, মোহাম্মদ হাফিজ, ইউনিস খানের মতো তারকারা।
হাফিজদের সঙ্গে বিশ্বকাপে বাবরদের পারফরম্যান্সের পর্যালোচনার মাধ্যমে নতুন কমিটি গঠনের ব্লু প্রিন্ট তৈরি করত চাইছে দেশটির ক্রিকেট বোর্ড। কারণ সামনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ খেলবে পাকিস্তান। তার আগে কোচিং স্টাফ, দল নির্বাচনের দিকেও নজর রয়েছে পাক বোর্ডের। বোঝাই যাচ্ছে বিশ্বকাপ বিপর্যয় থেকে ঘুরে দাঁড়াতে মরিয়া তারা।